২১-এর ঘোষণা একুশে! সারাজীবন রেশন ফ্রি, ঘোষণা মমতার

প্রতীকী ছবি।

নিউজ ডেস্ক, কলকাতা: বাংলার মানুষের কাছে তৃণমূল সরকার আবার ফিরে আসবে। ভয় দেখিয়ে নির্বাচন জেতা যাবে না। বাংলার মানুষ জানে ভালো-মন্দ। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ২১ জেতার লক্ষ্য নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিনের মঞ্চে তিনি বলেন, “দেশে ভয়ে অনেকে কথা বলতে ভয় পাচ্ছেন। সবার মুখ বন্ধ করা হয়েছে। ঘূর্ণিঝড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। তাঁদের ও তাঁদের পরিবারকে শ্রদ্ধা জানাই। প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাবেন। রাজ্যজুড়ে অপপ্রচার চলছে। তৃণমূল থাকলে বিনামূল্যে রেশন পাবেন সবাই। তৃণমূল ফিরলে সারাজীবন বিনামূল্যে রেশন পাবেন। প্রধানমন্ত্রী এলেন, বাংলা প্রাপ্য পেলেন কই?”

বাংলা সরকারের খতিয়ান তুলে তিনি বলেন, “বাংলা ঘুরে দাঁড়িয়েছে। দারিদ্র দূরীকরণে বাংলা এক নম্বরে। একশো দিনের কাজে বাংলা এক নম্বরে। ক্ষুদ্র শিল্পে বাংলা প্রথম। রেশন ভালো চালটা বাংলা দেয়। খারাপ চাল এফসিআইয়ের দেওয়া। রাজ্যে খাদ্য সুরক্ষা দেওয়া হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সাহায্য করবে রাজ্য। কেন্দ্র টাকা না দিয়ে কেটে নিয়েছে।”

এরপর বাংলায় করোনা পরিস্থিতি নিয়ে মমতা বলেন, “করোনা বেড়েছে ভয় পাবেন না। টেস্ট বাড়লে আক্রান্ত বাড়বে। করোনা চিকিৎসায় ১৮ হাজার বেডের ব্যবস্থা করা হয়েছে। ১৫ আগস্টের মধ্যে টেস্ট বাড়ানো হবে। দৈনিক ২৫ হাজার টেস্টের লক্ষ্য মাত্রা আছে। রাজ্যে মৃত্যুর হার আরও কমাবো।”

Google news