ঘোষিত হল হুগলি, পূর্ব মেদিনীপুর, কালিম্পং-এর কন্টেনমেন্ট জোনের তালিকা, দেখে নিন এক নজরে

শুক্লা রায়চৌধুরী, কলকাতাঃ  বৃহস্পতিবার বিকেল ৫ টা থেকে রাজ্যে শুরু কন্টেনমেন্ট জোন লকডাউন। প্রতিটি জেলায় করোনা আক্রান্তের হারের ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে এই কন্টেনমেন্ট জোন। আগামী ৭দিন এই কন্টেনমেন্ট জোনে থাকবে কড়া নিরাপত্তা। থাকবে বিধি নিষেধের বেড়াজাল। তাই রাজ্যবাসীর মধ্যে শুরু কন্টেনমেন্ট জোনের তালিকা নিয়ে।

মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, বড় এলাকা নয়, বরং বাড়ির ঠিকানা ও রাস্তার নাম ধরে ধরে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হবে। সেই মতো বুধবার সন্ধ্যেয় এগিয়ে বাংলা ওয়েবসাইটে কনটেনমেন্ট জোনের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার সেখানেই প্রকাশ করা হল আরও তিন জেলার কন্টেনমেন্ট জোনের তালিকা। তারমধ্যে আছে হুগলি, পূর্ব মেদিনীপুর ও কালিম্পং জেলা।

হুগলি জেলাতে মোট ২১টি কন্টেনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে। তাঁর মধ্যে শ্রীরামপুর সাব ডিভিশনে ১৪ টি জোনের কথা উল্লেখ আছে। তার মধ্যে ভাগ করা আছে। এছাড়াও বাকি ৭ টি কন্টেনমেন্ট জোন আছে চন্দননগর সাব ডিভিশনের অন্তর্গত। দেখে নিন সেই তালিকা-

https://wb.gov.in/Containment_zone/Hooghly(Affected).pdf

এছাড়া পূর্ব মেদিনীপুরে ব্লকের ভিত্তিতে ১২টি কন্টেনমেন্ট জোনের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতিটি ব্লকে আবার ছোট ছোট একাধিক কন্টেনমেন্ট জোন ভাগ করা হয়েছে। এই জেলায় হলদিয়া মিউনিসিপ্যালটির অন্তর্গত ১টি কন্টেনমেন্ট জোন চিন্তিত করা হয়েছে। শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্ভুক্ত ২টি, হলদিয়া, মহিষাদল, ভগবানপুর-১, পটাশপুর-১, দেশপ্রাণ ও সুতাহাটা ব্লকে একটি করে কন্টেনমেন্ট জোন চিন্তিত করা হয়েছে। এছাড়া কোলাঘাটায় ৬ টি, তমলুকে ২টি করে এবং পাঁশকুড়া ও তাম্রলিপ্ত মিউনিসিপ্যালটিতে কয়েকটি ওয়ার্ডকে চিহ্নিত করে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। দেখে নিন পূর্ণ তালিকা-

https://wb.gov.in/Containment_zone/Purba_Medinipur(Affected).pdf

এছাড়াও কালিম্পং জেলায় ব্লক ভিত্তিতে তিনটি কন্টেনমেন্ট জোনের কথা ঘোষণা করা হয়েছে। গরুবাথন ডিভিশন ব্লকের অন্তর্ভুক্তই এই তিনটি কন্টেনমেন্ট জোন। নির্দিষ্ট এলাকাকে চিন্তিত করে এই কন্টেনমেন্ট জোন ঠিক করা হয়েছে। দেখে নিন সেই তালিকা-

https://wb.gov.in/Containment_zone/Kalimpong(Affected).pdf

Google news