সেপ্টেম্বর মাসের রাজ্যের সম্পূর্ণ লকডাউনের তালিকা প্রকাশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ চলতি মাসের দুটো সম্পূর্ণ লকডাউন শেষ হতে না হতে আগামী মাস শুরু হওয়ার পাঁচ দিন আগেই ওই মাসের লকডাউনের দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 বুধবার বিকেলের দিকে নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়েই আগামী মাসে কোন কোন দিন লকডাউন থাকবে সেই তারিখগুলি জানিয়ে দেন তিনি।

 রাজ্য সরকারের পক্ষ থেকে স্থির করা হয়েছে যে আগামী সেপ্টেম্বর মাসের সাত তারিখ, ১১ তারিখ এবং ১২ তারিখ সমগ্র রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন থাকবে। যার অর্থ একই সপ্তাহের রবি থেকে শনিবারের মধ্যে মোট তিন দিন লকডাউন থাকছে আগামী মাসে। সাত তারিখ সোমবার। আর ১১ এবং ১২ তারিখ হচ্ছে যথাক্রমে শুক্র ও শনিবার।

এদিন এই বিষয়টিও সুপষ্ট উপায়ে ব্যাখ্যা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে প্রথমে স্থির করা হয়েছিল যে সেপ্টেম্বর মাসের তিন এবং চার তারিখে রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন করা হবে। কিন্তু ওই দিনে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। সেই কারণেই নতুন লকডাউনের জন্য নতুন দিন ধার্য করা হয়েছে।

এই কেন্দ্রীয় পরীক্ষাগুলির দিন বদলের জন্য কেন্দ্রের কাছে আবেদন করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। তিনি নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ওই দিন বদলের আবেদন জানিয়ে চিঠি লিখেছিলেন। যদিও সেই আবেদন গ্রাহ্য হয়নি। সেই কারণেই লকডাউনের দিন নিয়ে অন্য পরিকল্পনা করতে হয় রাজ্যকে। এখনও পর্যন্র সব ঠিক থাকলে আগামী সপ্তাহে কেবলমাত্র একটি দিন সম্পূর্ণ লকডাউন থাকছে। আর তা হল চলতি মাসের অন্তিম দিন তথা সোমবার। তার পরের সপ্তাহে তিন দিন সম্পূর্ণ লকডাউন থাকছে রাজ্যে। অগাস্ট মাসে একাধিকবার লকডাউনের দিন বদল করেছে রাজ্য সরকার। সেপ্টেম্বর মাসে তেমন কিছু ঘটে নাকি সেটাই এখন দেখার বিষয়।

Google news