Lok Sabha Election 2024: ভোটপ্রচারে বেরিয়ে অসুস্থ সায়নী! কর্মসূচী বাতিল 

in bhangar Sick Sayani out of election campaign! Program cancelled
প্রচারে (Lok Sabha Election 2024) বেরিয়ে হঠাৎ অসুস্থ সায়নী ঘোষ! যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ বৃহস্পতিবার লোকসভা ভোটের প্রচারের সময় হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন। সূত্র মারফৎ জানা গিয়েছে যে, এইদিন প্রচণ্ড রোদের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে হুডখোলা গাড়িতে করে প্রচার করার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি।
আরও জানা গিয়েছে যে, বৃহস্পতিবার সায়নীর নির্বাচনী (Lok Sabha Election 2024) কর্মসূচি ছিল ভাঙড় এলাকাতেই। দু, একটি সভাও করেছেন। এর পর শানপুকুরের দিকে যাচ্ছিলেন। গাড়িতে আচমকা অসুস্থ বোধ করতে থাকেন। বাড়ি ফিরতে চান। জানান, আজ আর কোনও কর্মসূচি করা তাঁর পক্ষে সম্ভব নয়। তিনি বিশ্রাম নিতে চান। কর্মীরাও তা শুনে আর দেরি করেননি। দ্রুত গাড়ি ঘুরিয়ে নেন তাঁরা। সায়নীকে বাড়ি ফেরানো হয়।
স্থানীয় তৃণমূল নেতাদের বক্তব্য, গরমে অসুস্থ হয়ে পড়েছেন সায়নী। ভাঙড়-২ ব্লকে তৃণমূলের সহ-সভাপতি আদুদ মোল্লা বলেন, ‘‘আজ বাইরে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা। সকাল ৯টা থেকে সায়নী ঘোষ প্রচার করছিলেন। দুপুর ২টো পর্যন্ত প্রচারও করেছেন। তার পরেই উনি অসুস্থ হয়ে পড়েন। তবে এই মুহূর্তে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

Google news