১৫ অগাষ্টে ফেসবুকে দেশবিরোধী পোস্ট, ১৪দিনের জেল হেফাজত নদিয়ার কলেজ পড়ুয়ার

সমীর সাহা, নদিয়াঃ  গত শনিবার অর্থাৎ ১৫ আগস্ট স্বাধীনতার দিবসের দিন নিজের ফেসবুক একাউন্ট থেকে দেশবিরোধী মন্তব্য করার জেরে গ্রেফতার এক কলেজ পড়ুয়া।

স্বাধীনতা দিবসের মর্যাদা ক্ষুন্ন করা, নির্দিষ্ট ধর্মবিদ্বেষী মনোভাবাপন্ন হয়ে নিজের দেশকে হেয় প্রতিপন্ন করে, প্রতিবেশী রাষ্ট্রকে বড় করে দেখানো এবং কুরুচিকর হিংসাত্মক মন্তব্য করার জেরে রবিবার সকালে নদীয়ার নবদ্বীপ থানার পুলিশ মায়াপুর-বামুনপুকুর বাজার এলাকা থেকে গ্রেফতার করে এক ছাত্রকে।

অভিযুক্ত ছাত্রের নাম এম,ডি মাসুদ বুলবুল।বাড়ি মায়াপুর-বামুনপুকুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নারিকেলতলায়। রবিবার দুপুরে অভিযুক্তকে নবদ্বীপ আদালতে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই পড়ুয়া চাপড়া বাঙালঝি কলেজের বি,এ দ্বিতীয় বর্ষের ইংরেজি অনার্সের ছাত্র। দেশবিরোধী এহেন মন্তব্য করার জেরে ওই এলাকার মানুষ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে শুধু নদিয়া জেলাই নয় রাজ্যের বিভিন্ন জেলার মানুষ ওই ছাত্রের  চরম শাস্তির দাবি জানিয়েছে।

এদিকে দেশবিরোধী মন্তব্যের জেরে এদিন অভিযুক্ত ছাত্রকে ভারতীয় দণ্ডবিধির ১৮৬ /৩৫৩ /৫০৪ /৫০৫(১) /৫০৫( ২) ধারায় নবদ্বীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Google news