Olympic Basketball: মেয়েদের বাস্কেটবলে টানা অষ্টম সোনা জিতে প্যারিস অলিম্পিক শেষ করল যুক্তরাষ্ট্র

অলিম্পিক বাস্কেটবল (Olympic Basketball) মানেই যেন যুক্তরাষ্ট্রের সোনা জয়। প্যারিসে ছেলেদের পর মেয়েদের বিভাগেও সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। শনিবার ফ্রান্সকে হারিয়ে অলিম্পিকে টানা পঞ্চম সোনা জিতেছিল যুক্তরাষ্ট্রের পুরুষ বাস্কেটবল দল। রবিবার মেয়েদের ফাইনালে সেই ফ্রান্সকেই হারিয়ে টানা অষ্টমবারের মতো সোনা জিতল মার্কিন মেয়েরা।

রুদ্ধশ্বাস উত্তেজনার পরই সোনা (Olympic Basketball) জিতেছে যুক্তরাষ্ট্র, জিতেছে ৬৭–৬৬ পয়েন্টে। ৩.৮ সেকেন্ড বাকি থাকতে ৩ পয়েন্ট পেয়ে ব্যবধানটাকে ১ পয়েন্টে নামিয়ে এনেছিল ফ্রান্স। এরপর ফ্রি থ্রোতে ২ পয়েন্ট পেয়ে আবার ৩ পয়েন্টে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। নাটক হয়েছে এরপরই। গ্যালারির দর্শকেরা তো বটেই টেলিভিশনেও সাদা চোখে দেখে মনে হয়েছিল ফ্রান্সের গ্যাবি উইলিয়ামস আরেকটি থ্রি–পয়েন্টার মেরে সমতা ফিরিয়েছেন। কিন্তু বল ছোড়ার সময় উইলিয়ামস থ্রি–পয়েন্ট লাইনের একটু ভেতরে ঢুকে যান। যার ফলে ৩ পয়েন্ট না পেয়ে ২ পয়েন্ট পায় ফ্রান্স। আর ম্যাচ শেষ সেখানেই।

যুক্তরাষ্ট্রের মেয়েরা শেষবার ১৯৯২ সালে সোনা জিততে পারেনি বাস্কেটবলে (Olympic Basketball)। বার্সেলোনায় তাঁর পেয়েছিল ব্রোঞ্জ। সব মিলিয়ে অলিম্পিকে মেয়েদের বাস্কেটবলের ১৩ আসরেই সোনা জিতল যুক্তরাষ্ট।

মেয়েদের বাস্কেটবলের (Olympic Basketball) ফাইনাল দিয়েই শেষ হলো প্যারিস অলিম্পিকের পদকের লড়াই। সর্বশেষ সোনাটি জিতেই পদক তালিকায় সবার ওপরে উঠে গেল যুক্তরাষ্ট্র। ৪০টি সোনা জিতেছে দলটি। ৪০টি সোনা জিতেছে চিনও। তবে চিনের চেয়ে রুপা জয়ে জয়ে এগিয়ে থাকায় মার্কিন শ্রেষ্ঠত্বেই শেষ হলো প্যারিস অলিম্পিক।

Google news