গুরুপূর্ণিমার দিন থেকে খুলে গেল মায়াপুরের ইসকন মন্দির এবং নবদ্বীপের মা পোড়ামার মন্দির

 নিজস্ব প্রতিনিধি,নদিয়াঃ দীর্ঘ লকডাউনে প্রায় সাড়ে তিনমাস বন্ধ থাকার পর রবিবার গুরুপূর্ণিমার দিন থেকে দর্শনার্থীদের জন্য খুলে গেল নদিয়ার মায়াপুর ইসকন মন্দির। মারণ রোগ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাচঁতে জনসংযোগ এড়াতে একশো তিন দিন বন্ধ থাকার পর রবিবার সর্বসাধারণের জন্য মায়াপুর ইসকন মন্দির খুলে দেওয়া হল বলে জানালেন ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস।

তিনি বলেন, রীতিমত ৬ ফুট দূরত্ব বজায় রেখে মাস্ক পড়ে এবং স্যানিটাইজ করার পরে মন্দির প্রাঙ্গণে ঢুকতে হবে।

প্রধান গেটে প্রথমে দর্শনার্থীদের থার্মাল স্কিনিং করে প্রবেশ করতে হচ্ছে। তিনি বলেন সকাল ৯ টা সন্ধ্যা ৭ টা পর্যন্ত মন্দির সর্ব সাধারণের জন্য খোলা থাকবে। দুপুর ১ টা থেকে বিকাল ৪ টে পর্যন্ত বন্ধ থাকবে।

অন্যদিকে প্রায় সাড়ে তিনমাস পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল বৈষ্ণবতীর্থ নদিয়ার নবদ্বীপের প্রাচীনতম গ্রাম্যদেবী মা পোড়ামা,ভবতারিণীর এবং শিবমন্দির। সকাল থেকেই দূরত্ব বজায় রেখে ভক্তরা পুজো দিলেন মন্দিরে। এতদিন নিয়ম মেনে নিত্য পুজো হলেও করোনা সংক্রমণ থেকে নিজেদের দূরে রাখতে গত ২২ মার্চ জনতা কার্ফুর দিন থেকে মন্দির বন্ধ ছিল। তবে এদিন মন্দির খোলায় খুশি অসংখ্য দর্শনার্থীরা।

মন্দিরের সেবায়েত মানিক লাল ভট্টাচার্য জানান সরকারি নির্দেশ মেনে এই সংক্রমণ থেকে বাচঁতে আমরা মন্দির বন্ধ রেখে ছিলাম। আজ গুরুপূর্ণিমার এই বিশেষ তিথিতে দর্শনার্থীদের জন্য মন্দির দরজা খুলে দেওয়া হল। তবে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই প্রত্যেককে মাস্ক পড়ে তবেই মন্দিরে প্রবেশ করবেন এবং রীতিমত দূরত্ব বজায় রেখে মন্দিরে প্রবেশ করার পর পুজো ও দর্শন শেষে অন্য পথ দিয়ে বের হতে হবে।

Google news