নববর্ষের প্রথম দিনে তারাপীঠ জনশূন্য

জনমানব শূন্য তারাপীঠ।

নিজস্ব প্রতিনিধি, বীরভূমঃ নিত্য বছর পয়লা বৈশাখের দিনে তারাপীঠে হাল খাতার পূজো করে নতুন বছরে ব্যবসা শুরু করেন ব্যবসায়ীরা । পূজোর ডালিতে নতুন খাতার সঙ্গে লক্ষী ও গণেশের মুর্তি সাজিয়ে ‘মা তাঁরা’ র কাছে হালখাতার পূজো করতে আসেন বহুমানুষ । পরিবারের মঙ্গল কামনা করে এই দিনে মায়ের কাছে প্রার্থনা করতে আসেন সাধারণ মানুষজনও । সব মিলিয়ে তারাপীঠে উপছে পরে পূর্ন্যার্থীদের ভীড় । কিন্তু করোনা ভাইরাসের কারণে চলা লকডাউনে তারাপীঠে সেই চেনা ছবি আজ একেবারেই অচেনা । থিকথিকে ভীড়ে ঠাসা তারাপীঠ আজ শুনশান । নিয়ম মেনে শুধু মাত্র সেবাইতরা দেবী ‘ মা তাঁরা’ র নিত্য পুজো করছেন । করোনা সচেতনতার জন্য ভক্তদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে ।

Google news