জীবনকালে একবারই দেখার সুযোগ আসে! আজই পরখ করুন

 স্বয়ং গ্যালিলিও তাঁর জীবনে যেটা পারেন নি সেটা আজ আপনি পারবেন

খবর এইসময়, নিউজ ডেস্কঃ  সপ্তদশ শতাব্দীতে শেষবার এমন ঘটনা ঘটেছিল। অর্থাৎ গ্যালিলিও যখন বেঁচে ছিলেন, সেই সময় পৃথিবী একবার এমন ঘটনার সাক্ষী থাকতে পেরেছিল।৩৯৭ বছর পর ফের এমন বিরল ঘটনার সাক্ষী থাকতে পারবে পৃথিবীবাসী। ২১ শে ডিসেম্বর অর্থাৎ আগামী সোমবার সৌরমন্ডলে বিরল এক ঘটনা ঘটবে। সৌরমণ্ডলের দুই গ্রহ বৃহস্পতি ও শনি পরস্পরের খুব কাছে চলে আসবে। সোমবার সূর্যাস্তের ঠিক পর কোনও উপকরণের মাধ্যম ছাড়াই সাধারণ মানুষ এই দৃশ্য চাক্ষুষ করতে পারবেন।

নাসার তরফে জানানো হয়েছে, সৌরজগতের দুটি গ্রহ পরস্পরের খুব কাছাকাছি আসা বিরল ঘটনা নয়। বৃহস্পতি তার প্রতিবেশী গ্রহ শনির পাশ দিয়ে প্রতি ২০ বছর অন্তর যায়। তবে এতটা কাছ দিয়ে নয়। বৈজ্ঞানিকরা বলছেন, আগামী সোমবার বৃহস্পতি ও শনির মধ্যে মাত্র ০.১ ডিগ্রি দূরত্ব থাকবে। আবহাওয়া অনুকূল হলে সূর্যাস্তের পর এমন বিরল দৃশ্যের সাক্ষী হতে পারবে পৃথিবীবাসী।২১ শে ডিসেম্বর বছরের সব থেকে ছোট দিন। ওয়ান্ডার বিল্ট বিশ্ববিদ্যালয়ের মহাকাশ গবেষক প্রফেসর ডেভিড বেনট্রাও জানিয়েছেন, এমন ঘটনা একজন মানুষ তাঁর জীবনকালে একবারই দেখার সুযোগ পান।

১৬২৩ সালের জুলাই মাসে শেষবার শনি ও বৃহস্পতি এতটা কাছাকাছি চলে এসেছিল। কিন্তু সেবার দুটি গ্রহ সূর্যের এতই কাছাকাছি ছিল যে তাদের খালি চোখে দেখা যায়নি। তার আগে ১২২৬ সালের মার্চ মাসে একইভাবে বৃহস্পতি ও শনি পরস্পরের খুব কাছে চলে এসেছিল। সেই ঘটনা পৃথিবী থেকে দেখা সম্ভব হত। তার পর এই প্রথমবার এমন বিরল দৃশ্য পৃথিবী থেকে দেখা সম্ভব হবে।

আজ ২১ শে ডিসেম্বর কলকাতা সূর্যাস্ত বিকেল চারটে ৫৭ মিনিটে। সন্ধ্যে সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে চারদিক যখন ক্রমশ ঘন অন্ধকারে ঢাকা পড়বে সেই সময় দক্ষিণ পশ্চিম আকাশে দেখা যাবে মহা যুগলবন্দির দৃশ্য জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, প্রতি কুড়ি বছর অন্তর বৃহস্পতি ও শনির এমন যুগলবন্দী হয় কিন্তু সেই যুগলবন্দী সবসময় মহা যুগলবন্দী হয় না। ওই মহা যুগলবন্দীর সময় পৃথিবীর সাপেক্ষে তাদের ব্যবধান থাকে একদিন এর কাছাকাছি কিন্তু ২১শে ডিসেম্বর আজ ওদের মধ্যে ব্যবধান হবে ০.১ ডিগ্রি বা ৬ আর্ক মিনিট।অতএব আজ ওই দুই গ্রহের মহা যুগলবন্দি দেখার সুযোগ একদম হাতছাড়া করবেন না।

Google news