পুজো হবেই, নবান্ন থেকে পাড়ার ক্লাবগুলোকে ‘বিশেষ’ ব্যবস্থা নেওয়ার কথা বললেন মমতা

শুক্লা রায়চৌধুরী, কলকাতা: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব।এই মুহূর্তে বাঙালিদের সবচেয়ে বড় চিন্তার কারণ দুটো। করোনা ও দুর্গাপুজো। বাঙালির প্রিয় উৎসবে কাঁটা হয়ে দাঁড়িয়েছে করোনা। অক্টোবরে দেবীর আগমনীকে ঘিরে এখন থেকেই শুরু হয় তোড়জোড়। বড় বড় পুজো আয়োজকরা এখন থেকেই তাদের পরিকল্পনা শুরু করে। কিন্তু সেই উৎসবে বড় ‘বিপদ’-এর মত বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা। তাতে কি এবার বাতিল হবে পুজো? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্নে আশার আলো দেখাচ্ছেন।

বুধবার নবান্নে এই বিষয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংক্রমণ ঠেকাতে এলাকার ক্লাবগুলিকে ভূমিকা নিতে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে বললেন, “পুজো আসছে। পুজো করতে হবে তো। তাই এখন থেকে ছোট ছোট জায়গায় সংক্রমণ রুখতে ব্যবস্থা নিন।”

তিনি এই প্রসঙ্গে আরও বলেন, “সবাই মাস্ক পরছে কিনা, সামাজিক দূরত্ব মানছে কিনা এগুলো এখন থেকেই দেখে রাখতে হবে। সংক্রমণ কমাতে এগুলোই করতে হবে।” পাড়ার ছোট ছোট ক্লাবগুলো যদি এই ব্যবস্থা নিতে থাকে তাহলে সংক্রমণ বহুলাংশে কমানো যাবে। স্থানীয় এলাকায় যাতে ক্লাবগুলি নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরিতে ভূমিকা নেয় এদিন তাতেই জোর দেন মমতা।

 মুখ্যমন্ত্রীর এহেন উৎসবে আশার আলো দেখছেন উদ্যোক্তারা থেকে শুরু করে সাধারণ মানুষ। প্রতিবছর, এই উৎসবের জন্য সবাই মুখিয়ে থাকেন। তাঁদের পাশে দাঁড়াতে ক্লাবগুলোকে উদ্যোগ নিতে হবে। এমনকি সচেতনতা বাড়াতে ও করোনা রোধে ছোট ছোট পরিকল্পনাই বৃহৎ সুফল দেবে বলে মনে করেন মমতা।

Google news