রামের ধ্বনি আজ সারা বিশ্বে শোনা যাচ্ছে: মোদী

খবর এইসময়, নিউজ ডেস্কঃ  প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম অযোধ্যায় আসেন মোদী৷ শেষবার এসেছিলেন ১৯৯০ সালে৷ প্রায় ৩০ বছর পর ফের রামজন্মস্থানে পা রাখেন তিনি৷ ভূমি পূজনের মধ্যদিয়ে অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে । এমন অনুষ্ঠানে অযোধ্যায় তাঁকে আমন্ত্রণ করার জন্য শ্রী রামজন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টকে ধন্যবাদ জানান মোদী৷ সেই সঙ্গে দেশবাসী এবং রামভক্তদের শুভেচ্ছা জানান তিনি৷

রাম মন্দির নির্মাণকে ঐতিহাসিক বলে মন্তব্য করেন মোদী৷ বলেন, ‘‘আমার সৌভাগ্য যে এমন ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে পেরেছি৷ কন্যাকুমারী থেকে ক্ষীরভবানী, কোটেশ্বর থেকে কামাক্ষ্যা, জগন্নাথ থেকে কেদারনাথ, সোমনাথ থেকে কাশীবিশ্বনাথ- দেশের প্রতি কোণা আজ রামময়৷ গোটা দেশ রাম মন্দির নির্মাণের শরিক হয়েছে৷ সরযূ নদীর তীরে স্বর্ণযুগের সূচনা হতে চলেছে৷ ’’

এই মন্দির নির্মাণের জন্য যাঁরা আত্মত্যাগ করেছেন তাঁদের অবদানকেও স্বীকার করতে ভোলেননি মোদী৷ বলেন, ‘‘বহু মানুষ আজকের দিনটির জন্য বলিদান দিয়েছেন৷ আজকের দিনটি তাই ত্যাগ, তপস্যা এবং সংকল্পের প্রতীক৷ মন্দির নির্মাণের মধ্যে দিয়ে শুধু ইতিহাস তৈরি হচ্ছে না, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে৷ প্রত্যেকের প্রচেষ্টায় এই মন্দির নির্মাণের কাজ শেষ হবে৷ রাম মন্দির আমাদের সংস্কৃতির প্রতীক হবে৷ রাষ্ট্রীয় আবেগ হবে৷ মন্দিরের জন্য অর্থনৈতিক বিকাশ ঘটবে৷’’ রামের আদর্শকে সামনে রেখেই ভারত প্রগতির পথে এগিয়ে যাবে বলে জানান মোদী৷

Ram’s voice is being heard all over the world today: Modi

Google news