আর জি কর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায়(RG Kar Doctor Death Case) তোলপাড় বাংলা সহ গোটা দেশ। আজ সেই ঘটনার প্রতিবাদে কলকাতার পথে নামল পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি।
বিজেপির পূর্ব ঘোষিত আর জি কর কাণ্ডে (RG Kar Doctor Death Case) পাঁচ দিনের কর্মসূচির সূচনা ঘটে শ্যামবাজারের ধর্নামঞ্চ থেকে। এর পরই আজ বুধবার রাস্তায় নামেন বিজেপি নেতৃত্ব, কর্মী-সমর্থকেরা। এই মিছিলে যোগ দিতেই মুম্বই থেকে কলকাতা ছুটে এসেছেন ‘দা কাশ্মীর ফাইলস’ এর নির্মাতা বিবেক অগ্নিহোত্রী। অগ্নিহোত্রী ছাড়াও মিছিলে পা মেলান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দলের সিনিয়র নেতা তাপস রায়,অর্জুন সিং,কৌস্তভ বাগচি, অঞ্জনা বসু এবং শঙ্কুদেব পণ্ডা সহ অন্যান্য বিজেপি নেতা ও কর্মী সমর্থকেরা।
কালো রঙের গেঞ্জিতে লেখা ‘দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ’ রব তুলে বিজেপির প্রতিবাদ মিছিলটি মৌলালি থেকে শুরু হয়ে মধ্য কলকাতার ডোরিনা ক্রসিংয়ে গিয়ে শেষ হয়।
সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময়, অগ্নিহোত্রী বলেন, যে “একটি হাসপাতালে কর্তব্যরত ডাক্তারের সাথে যা ঘটেছে (RG Kar Doctor Death Case) তা অত্যন্ত লজ্জাজনক। যদিও এই ঘটনা নতুন নয় বাংলায় বহুবার ঘটেছে তাই আমাদের প্রতিবাদ করতে এগিয়ে আসতে হবে। বাংলাকে আবার মহান করার সময় এসেছে। আমার মতো যাদের সামান্য প্রভাব আছে তাদের উচিত অন্যদের উৎসাহিত করার জন্য এই ধরনের প্রতিবাদে যোগ দেওয়া।” আশঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেন,”মুখ্যমন্ত্রীকে নিজের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করতে দেখে বুঝলাম বাংলা শেষ হয়ে যাবে। ঘটনাটি ঘটেছে কলকাতায়। কিন্তু আমরা বুঝতে পারি জেলাগুলোর মানুষ কী অবস্থার সম্মুখীন হচ্ছে। বাংলাকে হারানো গৌরব ফিরিয়ে দেওয়ার সময় এসেছে,” বলে জানান অগ্নিহোত্রী।
কলকাতায় আসার আগে, কাশ্মীর ফাইলস ডিরেক্টর এক্স-এর কাছে গিয়ে লিখেছিলেন, “আমি সমস্ত নাগরিককে মহিলাদের সুরক্ষা এবং আমাদের জীবনের অধিকারের দাবিতে আমার সাথে যোগ দেওয়ার জন্য অনুরোধ করছি।”
#WATCH | Kolkata, West Bengal: On Kolkata’s RG Kar Medical College and Hospital rape-murder incident, Film director Vivek Agnihotri says, “Since the time of the Direct Action Day, rape has been used as a political weapon. In Bengal, communal, political, electoral violence should… pic.twitter.com/nJcicjdC1J
— ANI (@ANI) August 21, 2024
Kolkata: On the RG Kar Medical College and Hospital rape-murder case, Film director Vivek Agnihotri says, “The girl has not yet received justice. We must all fight to get her the justice she deserves. There has been a delay in this case, just as there was in other cases, and… pic.twitter.com/0CcIuMY600
— IANS (@ians_india) August 21, 2024
“মুখ্যমন্ত্রী একই রুটে সমাবেশ করে জায়গাটিকে অপবিত্র করেছেন। সোমবারের মধ্যে তার পদত্যাগপত্র জমা দিতে হবে অন্যথায় যদি অন্য কোনও উত্তেজনা দেখা দেয় তবে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করা হবে। আমাদের একটাই দাবি, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ।” বলে জানান শুভেন্দু অধিকারী।
অর্জুন সিং জানান, ২৭ তারিখে নবান্ন ছেড়ে পালাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাপস রায় বলেন, “বাংলার সর্বত্র যা হচ্ছে, সাধারণ মানুষের প্রতিবাদ। রাজনৈতিক জীবনে একসঙ্গে এত মানুষকে প্রতিবাদে নামতে দেখিনি। গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা থাকলে, মমতা নন্দীগ্রামে হেরে মুখ্যমন্ত্রী হতেন না।”
ডোরিনা ক্রসিংয়ে আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বিজেপি সমর্থকদের ‘মশাল’ পোড়াতে দেখা যায়।
বিজেপি উত্তর কলকাতার শ্যামবাজারে অবস্থান বিক্ষোভও করছে যেখানে বুধবার সকাল থেকে বেশিরভাগ দলের নেতারা উপস্থিত ছিলেন।
প্রাক্তন রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কমিশনার বিনীত গোয়ালকে ‘রক্ষা করছেন’।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ‘স্বাস্থ্য ভবন’ ঘেরাও করবে গেরুয়া শিবির।