RG Kar Doctor Death: আরজি কর কাণ্ডে মাঝরাতে শহর দখল নিল হাজার মহিলা প্রতিবাদী কণ্ঠস্বর

আরজি কর হাসপাতালে(RG Kar Doctor Death) চিকিৎসক তরুণী মৃত্যুর প্রতিবাদে রাজ্যে সহ দেশ গর্জে উঠেছে ,অবিলম্বে দোষীদের …….

পল্লব হাজরা, বরানগর: আরজি কর হাসপাতালে(RG Kar Doctor Death) চিকিৎসক তরুণী মৃত্যুর প্রতিবাদে রাজ্যে সহ দেশ গর্জে উঠেছে ,অবিলম্বে দোষীদের চিহ্নিত করে চূড়ান্ত শাস্তির দাবি জানাচ্ছে আমজনতা। বুধবার রাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলারা সংগঠিত হয়ে ঘটনার প্রতিবাদ জানায়।

স্বাধীনতার প্রাক্কালে এদিন রাতে বরানগর ডানলপ অঞ্চলেও “মেয়েরা রাত দখল কর” কর্মসূচি পালন করে। সাধারণ মানুষ, চিকিৎসক , ছাত্র-ছাত্রী থেকে প্রবীণ নাগরিক প্রতিবাদী মিছিলে পায়ে পা মেলান। প্রত্যেকের মুখেই প্রতিবাদের ভাষা ‘দোষীদের অবিলম্বে চূড়ান্ত শাস্তি চাই’।
মহিলাদের হাতে ছিল মোমবাতি, প্ল্যাকার্ড পোস্টার আর মুখে প্রতিবাদের গর্জন। এদিন স্লোগানের পাশাপাশি শঙ্খ ধ্বনি বেজে ওঠে বঙ্গকন্যাদের মধ্যে থেকে। জনজোয়ারে স্তব্ধ হয়ে যায় বি টি রোডের(B.T.Road) দু- দিকে যানচলাচল ।

মিছিলে অংশগ্রহণকারী বরানগরের বাসিন্দা সৌমি দে জানান আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকে (RG Kar Doctor Death) নির্মম ভাবে খুন করা যা অত্যন্ত ঘৃণ্য ও নিন্দনীয়। একজন মহিলা হিসেবে এই ঘটনা মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে। মহিলা চিকিৎসক যিনি সাধারণ মানুষের সেবায় নিয়োজিত, তার উপর এত পাশবিক অত্যাচার যা মেনে নেওয়া যায় না। প্রশাসন ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে যা অতি লজ্জা জনক। চারপাশে একাধিক মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। আড়ালেই রয়ে যাচ্ছে অপরাধীরা। তিলোত্তমার ঘটনায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আজকে এই প্রতিবাদের মিছিলের মধ্যে দিয়ে আমাদের বাড়ির শিশু কন্যাদের ভবিষ্যৎ নিরাপদ ও সুনিশ্চিত করতে এসেছি।

কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার এখন কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এর হাতে। কতদিনে মামলা নিষ্পত্তি হয়ে অপরাধীরা সাজা পাবে সেই দিকে তাকিয়ে রাজ্যসহ দেশবাসী।

Google news