হাওড়া পুরনিগমের নমুনা সংগ্রহ হরিজন বস্তিতে

 

নিজস্ব প্রতিনিধি, হাওড়াঃ  দিন কয়েক আগেই যেখান থেকে করোনা রোগী ধরা পড়েছিল, সেই এলাকাটি খুবই ঘিঞ্জি এবং সেখানে একটি মাত্র টয়লেট একাধিক মানুষ ব্যবহার করেন।ফলে মারাত্মক ভাবে বিপদজনক এলাকাটি।আজ সেই হাওড়ার নরসিংহ দত্ত রোডের হরিজন বস্তিতে এসে হাওড়া পুরনিগমের জয়েন্ট অপারেশন টিম নমুনা সংগ্রহের কাজ শুরু করল।  কয়েকদিন আগে টিকিয়াপাড়ার সনাতন মিস্ত্রি লেনেও এই নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার দুপুরে পুরনিগমের এই দলটি এসে এলাকায় দুপুর থেকে প্রায় ৩ ঘন্টায় আলাদা আলাদা পরিবারের ১২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়।

এছাড়াও থার্মাল স্ক্রিনিং করা হয়। পাশাপাশি এলাকা জীবাণুমুক্ত করা হয়। এই কাজে এলাকাবাসীরা সাহায্য করেছে বলে পুরনিগম সূত্রে জানা গেছে। উল্লেখ্য, এই বস্তিতে একেবারে ঘিঞ্জি অবস্থায় অনেক মানুষ বসবাস করেন। এখানে আরও কয়েকজনের উপসর্গ দেখা দেওয়ায় তাদের ইতিমধ্যে আইসোলেশনে পাঠানো হয়েছে। সেইসঙ্গে তৎপরতার সঙ্গে এলাকাবাসীদের স্বাস্থ্য পরীক্ষা ও লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠানো হয়েছে।হাওড়ার পুর কমিশনার ধবল জৈন জানান, ওই এলাকা থেকে সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে পুরো বস্তিটাই সিল করে দেওয়া হয়েছে।

Google news