DurgaPuja 2022: শিল্পাঞ্চলে চমক! প্রিয় অভিনেতা-অভিনেত্রীর হাত ধরে উদ্বোধন সত্যজিৎ:

খবর এইসময় ডেস্ক: পুজোয় সেজে উঠছে ব্যারাকপুর শিল্পাঞ্চল। কার মাথায় উঠবে সেরার শিরোপা? তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে শিল্পাঞ্চলের পূজামণ্ডপ গুলিতে ।কলকাতাকে টক্কর দিতে প্রস্তুত শহরতলীর পুজো মণ্ডপগুলি।

উত্তরে বীজপুর থেকে দক্ষিণে বরাহনগর আলোর রোশনাইতে সেজে উঠেছে ব্যারাকপুর শিল্পাঞ্চল। এবছর নানান থিমের চমক দর্শকদের উপহার দিয়ে প্রস্তুত পুজো উদ্যোক্তারা। এবছর সোদপুর পানিহাটি অঞ্চলের অন্যতম আকর্ষণ এইচবি টাউনের বিজয়পুর সার্বজনীন। ৭৩ তম বর্ষের দূর্গা পূজায় তাদের থিম ‘শতবর্ষে সত্যজিৎ’ গোটা শিল্পাঞ্চলকে চমকে দিয়েছে।

আজ চতুর্থী। আর কয়েকটা ঘন্টা পরেই বিজয়পুর সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন। খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য। আর ঠিক তার আগেই শেষ মুহূর্তের খুঁটিনাটি কাজ চলছে শিল্পীদের।

সত্যজিৎ রায়ের বিভিন্ন সিনেমার স্লট গুলোই এখানে তুলে ধরা হয়েছে। কয়লার খনিতেই যে হীরক পাওয়া হীরক রাজার দেশে’ র সেই স্লটটি থাকবে প্রথমে।এবং সেই খনির ভিতর দিয়েই দর্শনার্থীদের মূল মন্দিরে প্রবেশ করতে হবে। মূল মন্দিরে প্রবেশ করার করতেই বাঁদিকে দেখা যাবে বেনারসের দশাশ্বমেদ ঘাট অর্থাৎ যা দেখা গিয়েছিল ফেলুদা সিরিজে। ঠিক তার ডান দিকে দেখা যাবে সোনার কেল্লা ছবির একটা অংশ। আর মূল মন্ডপ জুড়ে থাকছে সত্যজিৎ রায়ের বিভিন্ন সময়ের ছবির কোলাজ।

মূল মণ্ডপের সিলিং এ দেখা যাবে সত্যজিৎ রায়ের নিজের হাতে আঁকা বিভিন্ন সিনেমায় দেখানো ছবির রেপ্লিকা। তবে সংস্কৃতি, শিক্ষা এবং ঐতিহ্যের রীতি মেনে প্রতিমা এখানে সাবেকি।