গুলিবিদ্ধ বিজেপি নেতা মণীশ শুক্লা, রণক্ষেত্র টিটাগড়

খবর এইসময়, বারাকপুরঃ সন্ধ্যা গড়িয়ে রাত শুরু হতেই গুলি চলল বারাকপুর শিল্পাঞ্চলে। চার চারটি গুলি করা হল বারাকপুর শিল্পাঞ্চলের বাহুবলী বিজেপি নেতা মণীশ শুক্লাকে। যার জেরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল উত্তর ২৪ পরগণা জেলার টিটাগড় এলাকা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ৮ টা ২০ নাগাদ টিটাগড় থানার ঢিলছোড়া দুরুত্বে ওই ঘটনা ঘটে। এপি দেবী রোড এবং বিটি রোড সংলগ্ন এলাকায় জনা কয়েক দুষ্কৃতী বাইকে করে এসে বিজেপি নেতা মণীশ শুক্লার উপরে হামলা চালায়।

সরাসরি গুলি করা হয় বিজেপির স্থানীয় জেলা কমিটির সদস্য মণীশকে লক্ষ্য করে। তাঁর বুকে এবং মাথায় গুলি লাগে। জানা গিয়েছে যে ওই নেতাকে লক্ষ্য করে মোট ১৪ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। তাতেই গুরুতত জখম হন মণীশ। তড়িঘড় তাঁকে স্থানীয় বিএমআরসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।

এই ঘটনা ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় টিটাগড় এলাকা। টিটাগড় পুরসভার দুটি ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ছিলেন মণীশ। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এই আইনজীবীর যথেষ্ট দাপট রয়েছে এলাকায়।

এই নেতার উপরে হামলার পরে টিটাগড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয় বিক্ষোভ। বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির নেতাকর্মীরা। ভাঙচুর করা হয় দোকান-বাড়ি এবং গাড়ির উপরে। বিটি রোড উপরে থাকা গাড়িতে চালানো হয় ভাঙচুর।

এর আগে চার বার হামলা হয়েছে তাঁর উপর। প্রতিবারই কোনও না কোনওভাবে বেঁচে যান পোড়খাওয়া মণীশ। কিন্তু এ বার আর শেষরক্ষা হল না। বিজেপিতে যোগদানের আগে অতীতে সিপিএম এবং তৃণমূল, দুই দলের সঙ্গেই যুক্ত ছিলেন মণীশ। পরিচিত ছিলেন ব্যারাকপুরের মাসিহা হিসেবে। সেই ব্যারাকপুরেই দুষ্কৃতীদের গুলিতে লুটিয়ে পড়লেন তিনি।

Google news