‘সৌমেন্দুর কেশ স্পর্শ করতে পারবে না, কড়া ডোজ দেব’, হুঁশিয়ারি শিশির অধিকারীর

সঞ্জয় কাপড়ি, কাঁথিঃ   বুটের শব্দে আজ শুরু বাংলার বিধানসভা নির্বাচন। আজ রাজ্যের ৫ টি জেলায় নির্বাচন। এই মুহূর্তে তৃণমূল বিজেপি দ্বন্দ্ব ক্রমশ চরমে উঠেছে। মাঝেমাঝেই খবরের শিরোনামে উঠে আসছে তৃণমূল ও বিজেপির মধ্যে অভিযোগ এবং পাল্টা অভিযোগের লড়াই। সকাল থেকে প্রথম দফা বিধানসভা নির্বাচন শুরু হলে রাজ্যের ৩০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিক্ষিপ্ত অশান্তির খবর বারংবার খবরের শিরোনামে আসছে। এরইমধ্যে দক্ষিণ কাঁথিতে অধিকারী পরিবারের খাসতালুকে অশান্তির খবর পেয়ে শুভেন্দু অধিকারী ভাই সৌমেন্দু অধিকারী পৌঁছে যায়। তিনি আসলে দক্ষিণ কাঁথির বিজেপি বুথ এজেন্ট। কিন্তু ভোটগ্রহণ কেন্দ্রের গেলে সেখানে তার গাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা।

বিজেপি তরফে দাবি করা হয়েছে, কাঁথির ২০৬ ও ২০৭ নম্বর বুথে রিগিংয়ের খবর পেয়ে ঘটনাস্থলে গাড়ি নিয়ে দৌড়ে যান বিজেপি বুথ এজেন্ট সৌমেন্দু অধিকারী। সেখানে সে পৌঁছালে বুথের বাইরে তার গাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। আর তাতেই তার গাড়ির চালক আহত হন। অন্যদিকে সৌমেন্দু নিজে বলেন, “তিনটি বুথে রিগিং হচ্ছে শুনে তা রুখতে চলে এসেছিলাম। এইখানে এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি। ব্লক সভাপতি রাম গোবিন্দ দাসের নেতৃত্বে এই হামলা হয়েছে।”

সৌমেন্দুর ওপর হামলার ঘটনার পাল্টা জবাব দিয়েছেন পিতা শিশির অধিকারী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “সৌমেন্দুর কেশ স্পর্শ করতে পারবে না ওরা। ওদের অত ক্ষমতা নেই। আগামী দু দিন আরও ক্রুশিয়াল সময় আসছে। দু’ঘণ্টার মধ্যে ওষুধ দিয়ে দেব। কড়া দুস দেব রাধাগোবিন্দকে।”এছাড়াও তিনি ব্লক সভাপতিকে উদ্দেশ্য করে তোপ দেগে বলেছেন, “মদ মাংস সাপ্লাই করছে কেন্দ্রীয় বাহিনীকে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে।”

 

Google news