T20 World Cup Celebration: বিশ্বজয়ীরা পিছনের সারিতে! খোঁচা দিলেন আজাদ

বিশ্বজয়ী ভারতীয় দলের সঙ্গে সেলিব্রেশনে (T20 World Cup Celebration) মেতে বিসিসিআই সচিব জয় শাহ, সহ-সভাপতি রাজীব শুক্লারা। বিরাট কোহলি, রোহিত শর্মারা দেশে ফেরা ইস্তক তাঁদের সঙ্গে প্রায় প্রতিটি ফ্রেমেই দেখা গিয়েছে বোর্ড সচিবকে। দিল্লির হোটেলে কেক কাটা থেকে শুরু করে ওয়াংখেড়ের বিজয়োৎসব সবেতেই কেন্দ্রীয় চরিত্র হিসাবে ধরা দিয়েছেন জয় শাহ (Jay Shah)। আর সেটা নিয়েই প্রবল আপত্তি তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য কীর্তি আজাদের।

ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে বাসে রয়েছেন বিন্নীও। ১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য তিনি। এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। অর্থাৎ, ক্রিকেটীয় ক্ষেত্রে বিন্নী তাঁর সহকর্মী জয় এবং রাজীবের থেকে কয়েক গুণ এগিয়ে। পদেও বাকি দু’জনের থেকে উঁচুতে বিন্নী। কিন্তু বিশ্বকাপ জয়ের উৎসবে বাসের পিছনে দাঁড়িয়ে তিনি। রোহিত, বিরাট, হার্দিক পাণ্ড্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বকাপ নিয়ে মেতে উঠেছেন জয় এবং রাজীব। তাঁরা কখনও বিশ্বকাপ ধরছেন, কখনও সমর্থকদের উৎসাহ দিচ্ছেন।

https://x.com/KirtiAzaad/status/1808898833155580163

কীর্তি আজাদ (Kirti Azad) এক্স হ্যান্ডেলে ভারতের বিশ্বজয়ের সেলিব্রেশনের (T20 World Cup Celebration) ছবি দিয়ে কটাক্ষের সুরে লিখেছেন, “এই ছবি দেখে মনে হচ্ছে অমিত শাহর ছেলে জয় শাহ এবং রাজীব শুক্লাই ভারতকে বিশ্বকাপ জিতিয়েছেন। রোহিত শর্মা-বিরাট কোহলি (Virat Kohli) বা টিম ইন্ডিয়ার বাকি সদস্যরা পার্শ্বচরিত্র।” তিরাশির বিশ্বজয়ীর বক্তব্য, “বিশ্বের আর কোনও প্রান্তে দলকে সম্মান জানানোর সময় বোর্ড কর্তাদের দলের সঙ্গে বসার সুযোগ দেওয়া হয় না। নির্লজ্জ সুবিধাবাদী।”

Google news