‘এখনও বলবেন সিনেমার গল্প বাস্তবে হয় না’, বিকাশ দুবের এনকাউন্টারে মন্তব্য তাপসী পান্নুর

 নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ শুক্রবার কানপুর পুলিশের এনকাউন্টারে গ্যাংস্টার বিকাশ দুবের মৃত্যু হয়েছে। আর এই ঘটনাটিকে সিনেমার চিত্রনাট্যের সঙ্গে তুলনা করেছেন অনেকেই। পুরোটাই পরিকল্পিত না নিছক দুর্ঘটনা, এ ব্যাপারে জল্পনা শুরু হয়েছে। এবার এই নিয়েই প্রশ্ন করেছেন অভিনেত্রী তাপসী পান্নু।

সকাল সকাল পুলিশের এনকাউন্টারে বিকাশ দুবের মৃত্যুর ঘটনাকে বলিউডের সঙ্গে তুলনা টেনে এমনই প্রতিক্রিয়া জানিয়ে ট্যুইটারে পোস্ট করলেন অভিনেত্রী তাপসী পান্নু। তিনি লিখেছেন, ‘বাহ! আমরা এতটাও আশা করিনি!!! এরপরও বলা হবে, বলিউডের সিনেমার গল্পগুলি বাস্তবের থেকে অনেক দূরে!’

শুক্রবার সকালে বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে পুলিশ জানিয়েছে, মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করার পর বিকাশকে নিয়ে আসা হচ্ছিল কানপুরে। শুক্রবার সকালে তিনটি পুলিশের গাড়ির মধ্যে একটি হাইওয়ের উপর দুর্ঘটনায় উলটে যায়। যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছিল, তাতেই ছিল বিকাশ। দুর্ঘটনার পর সে পালানোর চেষ্টা করলে এনকাউন্টার শুরু হয়। পুলিশের গুলিতে মৃত্যু হয় তার।

উল্লেখ্য, গত শুক্রবার কানপুরের চৌবেপুর এলাকার বিক্রু গ্রামে লুকিয়ে থাকা ডন বিকাশকে ধরতে গিয়ে এনকাউন্টারের সময় মৃত্যু হয় আটজন পুলিশকর্মীর। আগে থেকেই রেইডের খবর পেয়ে গিয়ে পুলিশের উপর হামলা চালায় বিকাশ। এরপর থেকেই পুলিশে চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল বিকাশ। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে কুখ্যাত গ্যাংস্টারকে গ্রেফতার করল পুলিশ৷ এই গ্রেফতারির আগেই এদিন সকালে বিকাশের দুই ঘনিষ্ঠ সহযোগীকে এনকাউন্টারে খতম করে উত্তরপ্রদেশ পুলিশ৷ নিহতদের নাম প্রভাত শুক্ল এবং বাব্বান মিশ্র।

Google news