Durga Puja 2022: পূজোর প্রাক্কালে অসহায় হকাররা! দুদিনের মধ্যে দোকান সরিয়ে নেওয়ার হুমকি কাউন্সিলরের

 

পল্লব হাজরা, বরাহনগর:  “আমি দুদিন সময় দিলাম এই দু- দিনের মধ্যে যদি দোকান এখান থেকে না সরে আমি আঙ্গুল উল্টো করতে জানি” হকারদের উদ্দেশ্যে এমনই হুমকির অভিযোগ বরাহনগর পুরসভার এক তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের বিরুদ্ধে। যার জেরে রবিবার শাসকদল তৃণমূল কংগ্রেস পরিচালিত হকার ইউনিয়নের সদস্যরা তথা ডানলপ বিক্রম সুপার মার্কেট অঞ্চলের হকার্সরা রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। যদিও ওই কাউন্সিলর হুমকির অভিযোগ অস্বীকার করেন। এদিকে অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে ডানলপ সোনালী সিনেমা হল সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়ায়।

বরাহনগর পুরসভার ১নম্বর ওয়ার্ডের অন্তর্গত ডানলপ সোনালী সিনেমা হল সংলগ্ন এলাকায় প্রায় ২৫ টি পরিবার বহু বছর ধরেই রাস্তায় স্টল দিয়ে জীবিকা নির্বাহ করেন। এই হকাররা সকলেই তৃণমূল পরিচালিত হকার ইউনিয়নের সদস্য।

তাঁদের অভিযোগ, এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উষা বেরা, ডানলপ সোনালী সিনেমা হল সংলগ্ন বিক্রম সুপার মার্কেট দুর্গোৎসব কমিটি পুজো মণ্ডপের কাজ শুরু করার জন্য ২৫টি দোকান দুদিনের মধ্যে সরিয়ে ফেলার কথা বলেন। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পরেন হকাররা। দূর্গা পূজার প্রাক্কালে এইভাবে উচ্ছেদের হুমকি শোনায় প্রতিবাদ বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল পরিচালিত হকার ইউনিয়নের সদস্যরা।

ইউনিয়নের সভাপতি ভোলা বসাক জানান প্রতি বছর এখানে পুজো হয় যার ফলে ১০ থেকে ১২ টি দোকান অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে এই বছর পুজো কমিটি ও স্থানীয় কাউন্সিলর এসে ২ দিনের সময় দিয়ে ২৫টি দোকান অন্যত্র সরানোর কথা বলে গেছেন যার জেরে যথেষ্ট আতঙ্কিত সকলে। তবে একসাথে ২৫টি দোকান সরানর কথায় সিঁদুরে মেঘ দেখছেন অনেকে। প্রয়োজনে অনশনের পথ খোলা রাখছেন ভোলা বাবুরা।
ওপর দিকে স্থানীয় পুর প্রতিনিধি ঊষা বেরা জানান, দীর্ঘ ৪৬ বছর ডানলপ বিক্রম সুপার মার্কেটে দুর্গা পুজো হয়ে আসছে। এবছর বাংলার মুখ্যমন্ত্রী বিশ্বের দরবারে দুর্গোৎসব তুলে ধরেছেন । সেখানে দাঁড়িয়ে কিছু মানুষ তাদের ব্যক্তিগত স্বার্থে এই পুজো হতে বাধা দিচ্ছেন এবং তাঁর নামে মিথ্যে অভিযোগ করেছেন।

তবে, তৃণমূল পরিচালিত হকার ইউনিয়ন ও দলীয় কাউন্সিলারের দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় দলে যে অস্বস্তি তৈরি হয়েছে তা বলেই বাহুল্য।

Google news