রাজ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গুর ভয়াল পরিস্থিতি, দক্ষিণ দমদমে ডেঙ্গুতে বলি ২০ বছরের তরুণী

 

 

পল্লব হাজরা, দমদম: পুজোর প্রাক্কালে রাজ্যে ক্রমশই জটিল হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। এরই মধ্যে ডেঙ্গুতে প্রাণ হারালেন দক্ষিণ দমদমের ২১ নং ওয়ার্ডের বাসিন্দা বছর ২০ এক তরুণী। মৃতার নাম সমাপ্তি মালিক। শারীরিক অসুস্থতা নিয়ে পরিবার স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে পরিস্থিতি ক্রমশ জটিল হতে থাকে সমাপ্তির। শনিবার রাতে আর জি কর মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হলে রবিবার রাত ১টা ২০মিনিটে মৃত্যু হয় তাঁর। ডেঙ্গু আক্রান্ত হয়ে তরুণীর মৃত্যু উল্লেখ করা হয়েছে ডেথ সার্টিফিকেটে (Death certificate)।

 

রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে যথেষ্ট চিন্তায় প্রশাসন। প্রসঙ্গত ডেঙ্গু পরিস্থিতি নিয়ে শনিবার জেলাশাসক, সিএমওএইচদের নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন স্বাস্থ্যসচিব ও মুখ্যসচিব। বৈঠক চলাকালীন ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, পুজোর আগেই রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দিয়েছেন তিনি।

স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী চলতি মরশুমে রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত ৪হাজার ৬১৪। দক্ষিণবঙ্গের ১৭টি জেলা ও স্বাস্থ্যজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২হাজার ৬১৩। জেলাগুলির মধ্যে ডেঙ্গু আক্রান্তে শীর্ষে উত্তর ২৪ পরগনা , দ্বিতীয় কলকাতা ও তৃতীয় মুর্শিদাবাদ। এখনও পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৯ জন। যার মধ্যে ৮জন দক্ষিণ দমদমের বাসিন্দা।

Google news