Mamata Banerjee: ‘২০২৪-এ খেলা শুরু বাংলা থেকেই,’ বললেন মমতা 

 

খবর এইসময় ডেস্ক:  বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের বিশেষ অধিবেশন থেকে কেন্দ্রের বিজেপির (BJP) সরকারকে একের পর এক আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০২৪ সালে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কংগ্রেস ইতিমধ্যেই ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করেছে। কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রাকে’ সমর্থন না করে, বিরোধীদের ফের একজোট করার চেষ্টা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, ২০২৪ সালে দেশ জুড়ে যে খেলা হবে, তার শুরুটা হবে পশ্চিমবঙ্গ থেকে। হেমন্ত সোরেন, অখিলেশ যাদব, নীতিশ কুমার, তিনি এবং অন্যরা একজোট হয়ে লড়াই করবেন। বিরোধীদের যদি এক ছাদের নীচে আসেন তাহলে বিজেপি কীভাবে কেন্দ্রে সরকার গঠন করবে বলে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

শুধু তাই নয়, বিজেপি সরকারের আর কোনও প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যপাধ্যায়।

 

এসবের পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়েও কেন্দ্রকে তুলোধনা করেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, এই প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে এলেন, অথচ তাঁর সঙ্গে দেখা হল না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ইচ্ছা থাকা সত্ত্বেও হাসিনার সঙ্গে তাঁর দেখা হল না বলে আক্ষেপ প্রকাশ করেন মমতা। হাসিনার সঙ্গে তাঁর সাক্ষাৎ না হওয়ার পিছনেও বিজেপি সরকারের হাত রয়েছে বলে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।

Google news