এ বার করোনা আক্রান্ত রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

সৌভিক সরকার, খবরএইসময়ঃ  করোনা আবহে প্রথম থেকে শুরু করে লকডাউন-পরবর্তী সময়ে জনপ্রতিনিধিরা মাঠে-ময়দানে নেমে কাজ করে চলেছেন, শুনছেন মানুষের অভাব-অভিযোগও। এহেন কাজে লিপ্ত হয়ে অনেকে করোনায় আক্রান্তও হয়েছেন বা হচ্ছেন। কিছুদিন আগেই রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হন পরবর্তীতে করোনাকে জয় করে সুস্থ্য হয়ে বাড়ি ফেরেন ।

      ……………………..advertisement……………………

এবার করোনায় আক্রান্ত হলেন উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি তথা রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর মৃদু উপসর্গ রয়েছে বলে রাজনৈতিক মহল সূত্রে জানা যাচ্ছে। সম্প্রতি অসুস্থবোধ করায় কোভিড-১৯ টেস্ট করেন জ্যোতিপ্রিয়বাবু। সেই রিপোর্ট পজিটিভ আসে। তবে আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি। যদিও ঝুঁকি নিতে চাইছেন না জ্যোতিপ্রিয়বাবুর পরিবার। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছে। এদিকে জ্যোতিপ্রিয় মল্লিক করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন তাঁর অনুগামীরা।