প্রয়াত তৃণমূলের বিধায়ক অবনী জোয়ারদার

সল্টলেকের এই বাড়িতেই মৃত্যু হয় প্রাক্তন মন্ত্রীর।

 

নিজস্ব প্রতিনিধি, নদিয়াঃ  করোনা প্রবাহের মাঝেই শোকের ছায়া নেমে এল তৃণমূল কংগ্রেসে। মারা গেলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অবনী মোহন জোয়ারদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। মিষ্টভাষী এই বিধায়কের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে নদিয়া জেলা জুড়ে। মুখ্যমন্ত্রী সহ দলের বহু নেতা এই প্রাক্তন মন্ত্রীর মৃত্যুতে শোকজ্ঞাপন করেন৷

দলীয় সুত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অবনী বাবু। আজ ভোরে কলকাতার সল্টলেকের নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁকে ২০১১ সালে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । প্রথমবার প্রার্থী হয়ে বিপুল ভোটে জিতে বিধায়ক হন প্রাক্তন এই পুলিশ কর্তা । ২০১৬ সালে তিনি পুনরায় নির্বাচিত হন।দ্বিতীয়বার জিতে কারা দপ্তরের মন্ত্রীও হয়েছিলেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তারপর তাকে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। জানা গিয়েছে আজই অর্থাৎ শুক্রবার বিকেলেই তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে পৈতৃক ভিটে নদিয়ার কৃষ্ণনগরে। সেখান থেকে নবদ্বীপ মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।

Google news