শীলভদ্রকেই ব্যারাকপুর বিধানসভা নির্বাচনের দায়িত্ব দিচ্ছে তৃণমূল

প্রনব বিশ্বাস, ব্যারাকপুরঃ   শুভেন্দুর মতোই প্রকাশ্যে দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন তিনি। মিহিরের পরে তিনিই প্রথম দলে প্রশান্ত কিশোরের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রকাশ্যে। মিহির বিদ্রোহ করে বিজেপিতে যোগ দিয়েছেন। এদিকে শুভেন্দুর সঙ্গেও দলের দূরত্ব দিন দিন বাড়তে শুরু করেছে। কিন্তু এখনও পর্যন্ত দল ছাড়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি শুভেন্দু অধিকারী।

এদিকে দলের প্রতি একাধিক ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে মাস দেড়েক আগে এক বিজয়া সম্মেলনির মঞ্চ থেকে জনসমক্ষে তিনি দলের বিরুদ্ধে গিয়ে ভোট কুশলী প্রশান্ত কিশোরের দল পরিচালনার ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। ওই দিনই ওই মঞ্চে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছিলেন তৃনমূলের হয়ে তিনি আর ভোটে লড়বেন না। সেই ব্যক্তিকেই আগামী বিধানসভা নির্বাচনে তাঁর বিধানসভা এলাকায় প্রচারের মূল দায়িত্ব দিতে চলেছে তৃণমূল নেতৃত্ব। আলোচিত ব্যক্তি হলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শীলভদ্র দত্ত।

তৃতীয় দফায় রাজ্যে সরকার গঠনের জন্য প্রচার অভিযান শুরু করে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রতিটি বিধায়নসভা ধরে নয়া উপায়ে প্রচার শুরু করতে চলেছে ঘাস ফুল শিবির। প্রতিটি ভোটারের কাছে গিয়ে রাজ্য সরকারকের উন্নয়নের কথা তুলে ধরবেন তৃণমূলের নেতাকর্মীরা। ঘাস ফুল শিবিরের এই নয়া কর্মসূচির নাম ‘বঙ্গধ্বনি যাত্রা’।

এই কর্মসুচী বাস্তবায়িত করতে প্রতিটি বিধানসভা কেন্দ্রে তিনটি করে দল গঠন করা হয়েছে। যারা নিজেদের এলাকায় সমগ্র প্রচারের কাজ সম্পন্ন করবেন। এই তিন দলের মধ্যে প্রথম শ্রেণীর দল বা টিম ওয়ান বিশেষ গুরুত্বপূর্ণ। জেলা সভাপতি-বিধায়ক বা দলের বড় পদাধিকারীদের রাখা হয়েছে সেই তালিকায়। মূলত তাঁরাই সমগ্র অভিযান পরিচালনা করবেন।

ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে ওই প্রচারাভিযান পরিচালনা করার গুরুদায়িত্ব দেওয়া হচ্ছে শীলভদ্র দত্তকে। টিম ওয়ানেই রয়েছেন তিনি। বিদ্রোহী বিধায়কের নাম রয়েছে একদম শীর্ষে। সূত্রের খবর, এই সমগ্র প্রচারাভিযান ভোট কুশলী প্রশান্ত কিশোরের মস্তিষ্ক প্রসূত। তাঁর পরামর্শেই সবকিছু স্থির করা হয়েছে। গত দেড় বছর ধরে টিম পিকে যে কাজ করেছে তার ভিত্তিতেই এই পরিকল্পনা করা হয়েছে।

যার বিরুদ্ধেই সরব হয়েছিলেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত, এখন সেই পিকের সংস্থার সৌজন্যেই ফের নির্বাচন পরিচালনার গুরুদায়িত্ব পেয়েছেন তিনি। এই প্রসঙ্গে শীলভদ্র দত্ত বলেছেন,“আমি আপনার মুখেই শুনলাম। এই ব্যপারে দলীয়স্তরের কেউই আমার সাথে যোগাযোগ করেন নি।” এই ‘বঙ্গধ্বনি যাত্রা’ সম্পর্কে কোনও নির্দেশিকা তাঁর কাছে আসেনি এবং যদি আসে সেটাও তখন ভেবে দেখবেন বলে জানিয়েছেন শীলভদ্র দত্ত।

Google news