‘শান্তিকুঞ্জ’ এ বাড়ল কেন্দ্রীয় নিরাপত্তা,জেড ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন ‘কনিষ্ঠ’ অধিকারী সৌমেন্দু

'শান্তিকুঞ্জ' এ বাড়ল কেন্দ্রীয় নিরাপত্তা,জেড ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন 'কনিষ্ঠ' সৌমেন্দু অধিকারী।

চন্দ্রশেখর দাস, কাঁথি: ‘শান্তিকুঞ্জ’এ বাড়ল কেন্দ্রীয় নিরাপত্তা। জেড ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন’কনিষ্ঠ’ অধিকারী সৌমেন্দু । জ়েড ক্যাটাগরির নিরাপত্তা (Z Category Security) পাচ্ছেন শুভেন্দুর ভাই তথা কাঁথি পুরসভার দু’বারের পুরপ্রধান ও প্রশাসক সৌমেন্দু অধিকারী। বৃহস্পতিবার থেকেই জ়েড ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা সহকারে কাঁথির বাসভবনে ফিরবেন সৌমেন্দু।

ফুলবদলের পর অর্থাৎ জোড়া ফুল থেকে পদ্মফুল শিবিরে গিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন নন্দীগ্রামের বিধায়ক ও বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তারপর একেএকে কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন শুভেন্দুর অগ্রজ তথা তমলুকের তৃণমূল সাংসদ  দিব্যেন্দু অধিকারী এমনকি খোদ শিশির অধিকারীও। এখন কেন্দ্রীয় সুরক্ষা বলয়ে মুড়ে গেল কাঁথির  ১৫ নং ওয়ার্ডের অধিকারী বাসভবন ‘শান্তিকুঞ্জ।’

জানা গিয়েছে, জ়েড ক্যাটাগরির নিরাপত্তা সহ সৌমেন্দু পেতে চলেছেন একটি বুলেটপ্রুফ গাড়ি । আর তা নিয়েই উঠছে প্রশ্ন। কারণ, জ়েড নিরাপত্তা ব্যবস্থায় ৪ থেকে ৬ জন এনএসজি কম্যান্ডো-সহ ২২ জন নিরাপত্তারক্ষী থাকে সর্বক্ষণের জন্য।    জ়েড প্লাস নিরাপত্তায় জেড-এর সব সুযোগ সুবিধে তো থাকেই সঙ্গে যোগ হয় বুলেটপ্রুফ গাড়ি এবং বাড়তি কিছু নিরাপত্তা। ১০ জনের বেশি এনএসজি কম্যান্ডো-সহ ৫৫ জন নিযুক্ত থাকেন সংশ্লিষ্ট ব্যক্তির নিরাপত্তার দায়িত্বে।  এদিকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু পাচ্ছেন জ়েড ক্যাটাগরির নিরাপত্তা। তাহলে, বুলেট প্রুফ গাড়ি কী করে বরাদ্দ তাঁর জন্য?  যদিও, সৌমেন্দু বাবু জানিয়েছেন,তিনি অসুস্থ মায়ের চিকিৎসার কারণে বাইরে আছেন।খবরটি তিনি শুনেছেন, তবে এবিষয়ে নিশ্চিতভাবে তাঁর কিছু জানা নেই।

 এই মুহূর্তে কাঁথির  ১৫ নং ওয়ার্ডের অধিকারী বাসভবন ‘শান্তিকুঞ্জ’- এর শিশির এবং দিব্যেন্দু পান ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা। সৌমেন্দু-সহ শুভেন্দু পেলেন জ়েড ক্যাটাগরির নিরাপত্তা। অধিকারী বাসভবনের মোট নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৭২ জন কেন্দ্রীয় জওয়ান। তবে,‘শান্তিকুঞ্জ’- এর এই কড়া কেন্দ্রীয় নিরাপত্তা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Google news