“রাষ্ট্রীয় গতিশীল দিব্যঙ্গজন সংস্থা’ স্থানান্তরিত করনের প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর

পল্লব হাজরা, বরানগরঃ  বরাহনগর “রাষ্ট্রীয় গতিশীল দিব্যঙ্গজন সংস্থা’ অর্থাৎ NILD  স্থানান্তরিত করনের প্রতিবাদে লম্বা মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী।

বিটি রোড থেকে মিছিল করে  NILD- রাষ্ট্রীয় গতিশীল দিব্যঙ্গজন সংস্থা-র ভিতরে  ঢুকে বিক্ষোভ প্রদর্শন করে ‘প্রতিবন্ধী সম্মেলনী’ র প্রায় পাঁচ শতাধিক সদস্যরা। এদিনের এই মিছিলের নেতৃত্ব দেন প্রতিবন্ধী সম্মেলনী মঞ্চের সম্পাদক  কান্তি গাঙ্গুলি এবং ওই মঞ্চের দুই সদস্য  তন্ময় ভট্টাচার্য ও সমীর পুততুন্ড।

মূলত,বরানগর NILD স্থানান্তরিত করনের প্রতিবাদেই  BT রোড থেকে এদিনের মিছিল শুরু করে  NILD অর্থাৎ রাষ্ট্রীয় গতিশীল দিব্যঙ্গজন সংস্থা-র ভিতরে প্রবেশ করে ক্যাম্পাসের মধ্যে বিক্ষোভ শুরু প্রতিবন্ধীরা। যদিও কিছুক্ষণের মধ্যেই ভিতরে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে তারা। দীর্ঘক্ষণ চলে প্রতিবন্ধীদের এদিনের বিক্ষোভ।