নালায় পড়ে হস্তিশাবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: চাষের জমিতে জল নিয়ে যাওয়ার নালায় পরে বেঘোরে প্রাণ গেল এক হস্তী শাবকের। ঝারগ্রাম সাঁকরাইল ও কলাইকুণ্ডা রেঞ্জের অন্তর্গত বীরভাষা গ্রামের ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়াছে, শুক্রবার ভোর সাড়ে চারটা নাগাদ গ্রামের কিছু মানুষ চাষের জমির দিকে আসার সময় দূর থেকে হাতির চিৎকার শুনতে পায় এবং সেই চিৎকার শুনে কিছুটা যেতেই তারা দেখেন দূরে তিনটি হাতি দাঁড়িয়ে আছে আর একটি হস্তীশাবক চাষের জমির নালাতে উপর দিকে পা করে উল্টে পড়ে আছে। তখন ওই হস্তী শাবকটির সামনে যেতেই বাকি হাতি গুলি তাড়া করলে প্রাণের ভয়ে গ্রামবাসীরা ছুটে আসে। খবর দেওয়া বনদপ্তরে। কিন্তু সকাল পৌনে ৭ টা বেজে গেলেও কোনো বনকর্মীরা না আসায় বন দপ্তরকে কাঠগড়ায় তুলেছে গ্রামবাসীরা। এদিকে তিনটি হাতি জঙ্গলের দিকে ফিরে যেতেই গ্রামবাসীরা ওই শাবকটির কাছে এসে তাকে নালা থেকে উদ্ধার করে।

স্থানীয় দুই গ্রামবাসী সঞ্জীব মাহাতো এবং অমল মাহাতো বলেন, আমরা এসে দেখি হস্তীশাবকটি গর্তে উল্টে গিয়ে পা উপরের দিকে হয়ে পড়ে রয়েছে। আর চিৎকার করছে। মুখে বালি চাপা পড়ে গিয়েছিল। তিনটি হাতি গর্ত থেকে তুলতে এলেও তাদের শুঁড়ের বালি আরো গর্তে পড়ে শাবকটির মুখটি চাপা পড়ে গিয়েছিল। পৌঁনে সাতটা নাগাদ আমরা শাবকটি গর্ত থেকে তুলতে পারি।  ততক্ষণে শাবকটি মারা গিয়েছে।’ সাতটা নাগাদ বনকর্মীরা ঘটনাস্থলে আসেন।

Google news