এবছর বাজেটে কোন কোন জিনিসের দাম কমল আর বাড়ল, রইল তার তালিকা

ওয়েব ডেস্ক,খবর এইসময় : নতুন বছরের প্রথম মাস যেতে না যেতেই আজ মঙ্গলবার, ফেব্রুয়ারি মাসের ১ তারিখ পেশ হল কেন্দ্রীয় বাজেট। বরাবরই এই বাজেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম উৎকণ্ঠা থাকে। তবে বাজেটের পুঙ্খানুপুঙ্খ আলোচনার তুলনায় সাধারণ মানুষের চোখ থাকে কেবলমাত্র দু’জায়গায়। সেটা হল আয়কর রিটার্নের ক্ষেত্রে কতটা ছাড় পাওয়া গেল এবং কোন কোন জিনিসের দাম বাড়ছে অথবা কমছে।

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাজেট পেশ করার সময় প্রতিবছর এই সকল বিষয়বস্তু নিয়েই আমজনতা সবচেয়ে বেশি আগ্রহ দেখান এবং আলোচনায় লিপ্ত হন। সেই ধারাবাহিকতা এই বছরও বজায় থাকল। মানুষের সবচেয়ে বেশি কৌতূহল যেখানে অর্থাৎ কোন কোন জিনিসের দাম বাড়ছে অথবা কমছে, সেই তালিকায় এবার সামনে এলো।

এক্ষেত্রে প্রথমেই বলে রাখা ভালো, এই বাজেটে আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে কোন ছাড় দেওয়া হয়নি কেন্দ্র সরকারের তরফ থেকে। তবে বেশ কিছু জিনিস বাজেট অনুযায়ী সস্তা হতে চলেছে। সস্তা হতে যাওয়া সেই সকল জিনিসগুলি হল স্টিলের উপজাত দ্রব্য, মোবাইল ফোন, চার্জার এবং কৃষি সরঞ্জাম। এছাড়া পোশাক, হিরে এবং মূল্যবান রত্ন, ইমিটেশনের গয়না, চামড়ার ব্যাগ, জুতো, পেট্রোলিয়াম পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক।

যেসকল জিনিসের দাম বাড়ছে সেই সকল জিনিসের তালিকায় রয়েছে বিদেশি জিনিসপত্র। দাম বাড়ছে বিদেশি ছাতা,আমদানি করা ইমিটেশন জুয়েলারি, সিঙ্গল বা মাল্টিপেল লাউডস্পিকার, হেডফোন ও ইয়ারফোন , সোলার সেল, ফটোকপি মেশিন, বৈদ্যুতিক খেলনার সরঞ্জাম, সোলার মডিউলস সহ বিদেশ থেকে আমদানিকৃত যেকোনো ধরনের জিনিসপত্র। কেন্দ্রের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা মনে করছেন দেশীয় জিনিসপত্র ব্যবহারের উপর জোর দেওয়ার ক্ষেত্রে এমন বাজেট পেশ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

এছাড়াও বাজেটে পেশ করা উল্লেখযোগ্য বিষয়গুলির মধ্যে রয়েছে আগামী ৫ বছরে ৬০ লক্ষ কর্মসংস্থান, জোর করকাঠামোর সরলীকরণ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি, ৪০০টি নতুন সুপারফাস্ট বন্দে ভারত ট্রেন, ২৫ হাজার কিলোমিটার নতুন রাস্তা, পড়ুয়াদের সুবিধার্থে ২০০টি টিভি চ্যানেল, চালু হচ্ছে চিপ যুক্ত ই-পাসপোর্ট পরিষেবা। এই বছরই শুরু 5G পরিষেবা, দেড় লক্ষ পোস্ট অফিসে ব্যাঙ্কিং পরিষেবা, দেশের নিজস্ব ডিজিটাল মুদ্রা।

Google news