চিনা আধিকারিকদের ভিসা বাতিল করল আমেরিকা

খবর এইসময়, নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ ঘিরে চিনের সঙ্গে আমেরিকার কূটনৈতিক দ্বন্দ্বে নয়া মাত্রা যোগ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ মঙ্গলবার ট্রাম্প প্রশাসন চিনা আধিকারিকদের ভিসা বাতিল করার কথা ঘোষণা করে৷ এর ফলে আমেরিকায় আগের মতো অবাধে ঢুকতে পারবেন না চিনের কমিউনিস্ট পার্টি এবং সরকারের আধিকারিকরা৷

মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন বিদেশ সচিব মাইক পম্পেও৷ তিব্বতে বিদেশি নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে চিন যে কড়াকড়ি আরোপ করে রেখেছে তাতে ক্ষুব্ধ হয়েই আমেরিকার এই সিদ্ধান্ত৷ মাইক পম্পেও জানান, চিন ইচ্ছাকৃতভাবেই তিব্বতে বিদেশি আধিকারিক, সাংবাদিক এবং পর্যটকদের গতিবিধির উপর নানাভাবে লাগাম টানার চেষ্টা করে৷ অথচ চিনের নাগরিকরা স্বচ্ছন্দে আমেরিকায় ঘোরাফেরা করে৷

তিব্বতে বিদেশি নাগরিকদের ঘোরাফেরার ক্ষেত্রে চিন কী কী প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা কারা কারা ভুক্তভোগী হয়েছে সেই নিয়ে মাইক পম্পেও কিছু জানাননি৷ তবে তিনি জানান, এই ভিসা বাতিলের নিষেধাজ্ঞা চিনা সরকারের এবং কমিউনিস্ট পার্টির আধিকারিক যাঁরা তিব্বতের নীতি নির্ধারণের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে প্রযোজ্য৷ এর আগে ট্রাম্প চিনের সেনাবাহিনীর সঙ্গে সরাসরি যুক্ত এমন বিশ্ববিদ্যালয়গুলির পড়ুয়া ও গবেষকদের মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা করার সিদ্ধান্ত নেয়৷

Google news