ক্ষতে প্রলেপ! বেতন বাড়ল পার্শ্বশিক্ষকদের

নিউজ ডেস্ক: বেতন বৃদ্ধি নিয়ে বহু দিন ধরেই নানা দাবি দাওয়া জানিয়ে আসছিলেন পার্শ্বশিক্ষকরা। নানা সময় আন্দোলনও করেছেন তাঁরা। এ বার সেই ক্ষতে প্রলেপ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের মুখে শিক্ষাক্ষেত্রে দরাজ হলেন তিনি। পার্শ্বশিক্ষকদের ক্ষেত্রে তিন শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব বাজেটে দিয়েছেন। ফলে হাসি ফুটেছে পার্শ্বশিক্ষকদের মুখে। পাশাপাশি প্রচুর স্কুল তৈরির প্রস্তাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ছাড়া মাদ্রাসাগুলিকে আর্থ সাহায্যের কথাও ঘোষণা করা হয়েছে।
এমনিতেই দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সুবিধার্থে সরকারি তরফে ট্যাব দেওয়ার কাজ শুরু হয়েছে। সেই প্রকল্প প্রতি বছর চালু রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। এ জন্য ৯০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। এছাড়া শিক্ষাক্ষেত্রে অলচিকি লিপিতে পঠনপাঠনের পরিকাঠামো গড়ার পাশাপাশি উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের সন্তানদের কথাও ভাবা হয়েছে এই বাজেটে। আগামী পাঁচ বছরে ওই এলাকায় নতুন ১০০ স্কুল তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া হিন্দি, রাজবংশী, নেপালির মতো আঞ্চলিক ভাষা পড়ানোর জন্য ১০০টি স্কুলের প্রস্তাব রয়েছে। এই সব স্কুলে নতুন করে শিক্ষক, পার্শ্বশিক্ষক নিয়োগের কথাও বলা হয়েছে।
এদিকে বাদ পড়েনি মাদ্রাসাগুলিও। এ জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। বিনামূল্যে হস্টেলে থেকে পড়াশোনার সুযোগ পাবে পিছিয়ে পড়া অংশের অসহায় পড়ুয়ারা। এই খাতে ১০কোটি বরাদ্দ হয়েছে। পাশাপাশি প্রত্যেক দু’বছরে ১০ হাজার পড়ুয়া সরকারি দপ্তরে যুবশক্তি প্রকল্পে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে। এ জন্য বরাদ্দ হয়েছে ২০ কোটি।

Google news