22 C
New York
Sunday, December 8, 2024
Homeরাজ্যের খবরMamata Banerjee: ঘূর্ণিঝড়ে প্রবল ক্ষতির সম্ভাবনা! সারা রাত নবান্নে থাকছেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: ঘূর্ণিঝড়ে প্রবল ক্ষতির সম্ভাবনা! সারা রাত নবান্নে থাকছেন মুখ্যমন্ত্রী

Published on

ঘূর্ণিঝড় দানার আতঙ্কে রাজ্যের মানুষ। ঝড়ের সময় রাজ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সারা নবান্নে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর আগে আমফানের সময় পরিস্থিতি মনিটারিং করতে সারারাত নবান্নে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয় (Mamata Banerjee)।  সেই সঙ্গে নবান্নে যে কন্ট্রোল রুম খোলা হয়েছে, সে কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘূর্ণিঝড় দানা মোকাবিলা করতে কী কী প্রস্তুতি নেওয়া হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,  ৩ লক্ষ ৫৬ হাজার ৯৪১ জনকে চিহ্নিত করা হয়েছে, যাঁরা উপকূল অঞ্চলে বাস করেন। তাঁদের মধ্যে এক লক্ষের বেশির মানুষ অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয়ে গিয়েছেন। ৮৫১ টি ত্রাণ শিবির চালানো হয়েছে।  ৮৩ হাজার ৫৪৭ জন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।

তিনি বলেন, ওড়িশাতে ল্যান্ডফল হচ্ছে না মানে বাংলায় কোনও বিপদ নেই, ভাবার কোনও কারণ নেই। তিনি বলছেন,  ‘অনেকে বলছেন ধামরার দিকে যাবে। এদিকে কিছু হবে না। কিন্তু এটা ঠিক নয়।’ তিনি আরও বলেন, “সব থেকে দামী হচ্ছে মানুষের জীবন। এটা জীবন বাঁচানোর লড়াই। আমি রাতে আজ নবান্নে থাকব। উদ্ধারকারী দল কাজ করবে। আমি সবটা মনিটারিং করব।”

 

ঘূর্ণিঝড়ের প্রভাবে সব থেকে বেশি প্রভাব বাংলার পূর্ব মেদিনীপুরে পড়বে। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরের জুনপুটে লাল সতর্কতা জারি করা হয়েছে। জুনপুট সংলগ্ন গ্রামের বেশিরভাগ মানুষ  পেশায় হয় মৎস্যজীবী নয়তো কৃষক। ঘূর্ণিঝড়ের জেরে ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় দানার প্রভাবে পূর্ব মেদিনীপুরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় একনাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। সময় যত বাড়বে, দুর্যোগ তত বাড়বে। বুধবার সকাল থেকেই স্থানীয় মানুষ মাইকিংয়ে প্রচার শুরু করেছেন। স্থানীয় বাসিন্দাদের ত্রাণ শিবিরে যাওয়ার আবেদন করা হয়।

 

ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সম্ভাবনা ওড়িশার ধামরা ও ভিতরকনিকার মধ্যবর্তী কোনও অঞ্চলে। তার জেরে সব থেকে বেশি প্রভাব পূর্ব মেদিনীপুরে পড়বে বলে মনে করা হচ্ছে। বুধবার বেলা ১২টার আগে হোটেল ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়েছে পর্যটকদের। সমুদ্রের পাড়ের দোকানগুলো বন্ধ। পুলিশ ও কোস্টগার্ড ইতিমধ্যে টহল দেওয়া শুরু করেছে। সকাল থেকেই দীঘা ও ওই সংলগ্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া।

Latest articles

CBI: বাংলায় বিদেশি নাগরিকদের ভুয়ো পরিচয়পত্র! মাল পৌরসভাকে নোটিশ সিবিআইয়ের

সারা দেশ জুড়ে বিদেশি নাগরিকদের ভুয়ো আঁধার কার্ড সহ নানা ভুয়ো নথির সাহায্যে এদেশের...

Firhad Hakim: কমন প্যাসেজে যে কোনও ধরনের নির্মাণ বেআইনি! ভেঙে দেওয়ার নির্দেশ ফিরহাদ হাকিমের

আরও কঠোর হচ্ছে কলকাতা পুরসভা (Firhad Hakim)। কমন প্যাসেজে কোনও নির্মাণ করা যাবে না ...

Howrah: সারপ্রাইজ দেওয়ার নাম করে বেঁধে দেওয়া হল চোখ! যৌনাঙ্গ কেটে দিলেন প্রেমিকা

সারপ্রাইজ বলে প্রেমিককে (Howrah) ডেকে পাঠিয়ে চোখে কাপড় বেঁধে দেয় তরুণী। তারপর প্রেমিকের যৌনাঙ্গ...

Kunal Ghosh: বাংলাদেশে হিন্দুদের ওপর চরম অত্যাচার! জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নামলেন কুণাল ঘোষ

বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে এবার রাস্তায় নামলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।...

More like this

CBI: বাংলায় বিদেশি নাগরিকদের ভুয়ো পরিচয়পত্র! মাল পৌরসভাকে নোটিশ সিবিআইয়ের

সারা দেশ জুড়ে বিদেশি নাগরিকদের ভুয়ো আঁধার কার্ড সহ নানা ভুয়ো নথির সাহায্যে এদেশের...

Firhad Hakim: কমন প্যাসেজে যে কোনও ধরনের নির্মাণ বেআইনি! ভেঙে দেওয়ার নির্দেশ ফিরহাদ হাকিমের

আরও কঠোর হচ্ছে কলকাতা পুরসভা (Firhad Hakim)। কমন প্যাসেজে কোনও নির্মাণ করা যাবে না ...

Howrah: সারপ্রাইজ দেওয়ার নাম করে বেঁধে দেওয়া হল চোখ! যৌনাঙ্গ কেটে দিলেন প্রেমিকা

সারপ্রাইজ বলে প্রেমিককে (Howrah) ডেকে পাঠিয়ে চোখে কাপড় বেঁধে দেয় তরুণী। তারপর প্রেমিকের যৌনাঙ্গ...