সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সিজিও কমপ্লেক্সের বাইরে দুই শিশুকে বসে থাকতে দেখেন প্রাতঃভ্রমণকারীরা (Kolkata)। কখনও এদিক, কখনও ওদিক ঘুরে বেড়াচ্ছিল তারা, যেন কিছু খুঁজছিল (Kolkata)। বিষয়টি চোখে পড়তেই উদ্বিগ্ন হয়ে যান পথচারীরা। কাছে গিয়েই জানতে চান— তারা এখানে কী করছে, কার সঙ্গে এসেছে (Kolkata)?
শিশুদের উত্তর শুনে সন্দেহ হয়, এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তর থানার পুলিশ তাদের উদ্ধার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায়, দুই শিশুই ভাই-বোন। যদিও তারা ঠিকানা স্পষ্টভাবে বলতে পারেনি, তবে তাদের দেওয়া বিবরণ অনুযায়ী, পুলিশের অনুমান তাদের বাড়ি মেদিনীপুরে।
শিশুরা জানিয়েছে, সোমবার রাতে তাদের মা ‘ঘুরতে নিয়ে যাওয়ার’ নাম করে এখানে আসে। এরপর শহরের বেশ কিছু এলাকায় নিয়ে ঘোরায়। পরে খাবার কিনে আনার কথা বলে তাদের কমপ্লেক্সের সামনে বসিয়ে রেখে চলে যায়। কিন্তু আর ফিরে আসেননি।
রাতভর রাস্তার ধারে বসেই কাটায় দুই ভাই-বোন। সকালে প্রাতঃভ্রমণকারীদের নজরে আসতেই বিষয়টি পুলিশের কাছে পৌঁছায়। এই মুহূর্তে শিশু দু’টি উত্তর থানার হেফাজতে রয়েছে। পুলিশ তাদের পরিবারের খোঁজ শুরু করেছে এবং আশপাশের থানাগুলোর সঙ্গে যোগাযোগ করে কোনও নিখোঁজ ডায়েরি হয়েছে কিনা, তা যাচাই করছে।
এখন প্রশ্ন একটাই— কেন মা দুই শিশুকে এখানে ফেলে গেলেন? নিছক বিপদের কারণে, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনও রহস্য? তদন্তে সেটাই খতিয়ে দেখছে পুলিশ।