বৃহস্পতিবার ফ্রান্স থেকে দেশে ফিরেছেন ড. মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। বেলা ২টা ১০ মিনিটের দিকে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। দেশে ফিরে বিমানবন্দরেই সাংবাদিক সম্মেলন করেন তিনি।
সম্মেলনে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus) বলেন, ‘দেশবাসী আমার ওপরে বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, দেশে কারও ওপর কোনও হামলা হবে না।’ ড. ইউনূস বলেন, ‘আপনারা যদি আমাকে প্রয়োজন মনে করেন, আমার কথা শুনতে হবে। আমার কথা, কেউ কোনও হামলা করতে পারবেন না। যদি আমার কথা না শুোনেন, আমার এখানে কোনো দরকার নেই। আমি আমার কাজে চলে যাব।’অধ্যাপক ড. ইউনূস বলেন, ‘দেশে সংখ্যালঘুদের ওপর হামলা, দোকানপাটে হামলা, সন্ত্রাস এগুলো ষড়যন্ত্রের অংশ। এগুলোর জন্য ওই ষড়যন্ত্রকারীরাই দায়ী। আমাদের এগুলো প্রতিরোধ করতে হবে সম্মিলিতভাবে।’তিনি আরও বলেন, ‘আমরা সবাই একটা পরিবার। আমরা একত্রে দেশটাকে গড়ব ও সাজাবো। আমার ওপর আস্থা রাখুন। আমাদের কাজ আজ থেকেই শুরু হলো।’
শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি (Muhammad Yunus) বলেন, ‘নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করল। আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা, তারা (সমন্বয়কেরা) দেশকে রক্ষা করেছে। দেশকে পুনর্জন্ম করেছে।’ এ সময় কোটা বিরোধী আন্দোলনে গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদকে স্মরণ করে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি।
ঢাকা বিমান বন্দরে ড. ইউনূসকে (Muhammad Yunus) স্বাগত জানিয়েছেন তিন বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও অন্যান্যরা। এদিকে ড. ইউনূসের দেশে ফেরার সময় বিবেচনায় রেখে আজ রাত আটটার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে।