খিদিরপুরের পরিবহন ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হাওড়ায়

নিজস্ব প্রতিনিধি, হাওড়াঃ কলকাতার খিদিরপুরের বাসিন্দা ব্যবসায়ী আশিস কুমার সিং(৪৫)কে রক্তাক্ত অবস্থায় হাওড়ার একটি বাড়ি থেকে শুক্রবার সকালে উদ্ধার করল পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আশিসবাবু হাওড়া থানা এলাকায় কবিতা নামের এক মহিলার বাড়িতে আসা যাওয়া করতেন। গত প্রায় তিন বছর ধরেই ওই মহিলার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। এদিন সকাল ৯টা নাগাদ আশিসবাবু কবিতাদেবীর বাড়িতে আসেন। সেখানেই তাঁদের মধ্যে কোনও ঘটনা নিয়ে গন্ডগোল হয়। কিছুক্ষণ পর তাঁদের দু’জনকেই রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। কবিতাদেবীর ঘাড়ের কাছে ধারাল অস্ত্রের ক্ষত ছিল। তাঁকে পরিবারের লোকজন হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করেন। অভিযোগ, ঘটনার পর আশিসবাবুকে হাসপাতালে আনা হয়নি। তিনি কয়েক ঘন্টা রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যেই পড়ে ছিলেন। পরে এলাকার বাসিন্দারা থানায় বিষয়টি জানালে হাওড়া থানার পুলিশ এসে আশিসবাবুকে উদ্ধার করে হাসপাতালে আনার পথেই তাঁর মৃত্যু হয়। পুলিশের অনুমান, ধারাল কিছু নিয়ে ধস্তাধস্তির সময় ওই ঘটনা ঘটে। এই ঘটনায় অন্য কেউ যুক্ত কিনা তাও দেখা হচ্ছে। এদিন খবর পেয়ে পুলিশের কর্তারা ঘটনাস্থলে যান। কবিতাদেবী কীর্তন গানের শিল্পী ছিলেন। আশিসবাবুর সঙ্গে তাঁর কি সম্পর্ক ছিল তাও জানার চেষ্টা চলছে। জানা গেছে, আশিসবাবুর সন্দেহ ছিল কবিতা তাঁর সঙ্গে ব্ল্যাকমেল করছে। সেই আক্রোশেই তিনি ফয়সালা করতে তিনি হাওড়ায় কবিতার বাড়িতে এসেছিলেন। সেখানেই তাঁর অস্বাভাবিক মৃত্যু হল। এটি খুন না আত্মঘাতী হওয়ার ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।  ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে। ফকিরবাজার এলাকায় জেলিয়াপাড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Exit mobile version