হাতে গোনা আর কয়েকদিন বাকি নৈহাটি (Naihati By Election) সহ রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের। জোর কদমে চলছে প্রস্তুতি (Naihati By Election) । শেষ মুহূর্তে প্রতিটি দল তাদের নিজেদের প্রচারের তীব্রতা বাড়িয়েছে। নৈহাটির (Naihati By Election) উপনির্বাচনে বিজেপি প্রার্থী রূপক মিত্রের হয়ে প্রচারে এলেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। এই প্রচারে এসে তিনি তীব্র ভাষায় তৃণমূল ও তৃণমূলের প্রার্থী সনৎ দেকে আক্রমণ করেন।
বুধবার নৈহাটিতে (Naihat By Election) রূপক মিত্রের প্রচারে এসে অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) বলেন, তৃণমূলের সরকারের আমলেই তাদের প্রার্থী সনৎ দের বিরুদ্ধে ৬টি অপরাধজনিত মামলা রয়েছে। আগের সরকার অর্থাৎ বাম জামানাতেও সনৎ দের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও অপরাধ সংক্রান্ত মামলা রয়েছে। রুদ্রনীল ঘোষ বলেন, তৃণমূল বেছে বেছে তাঁদেরকে প্রার্থী করছেন, যাঁরা আরজি কর কাণ্ডে প্রতিবাদ মিছিলে সাধারণ মানুষের ওপর হামলা করতে পারবে। সনৎ দের বিরুদ্ধেও আরজি কর কাণ্ডের বিচার চেয়ে সাধারণ মানুষের প্রতিবাদ মিছিলে হামলা করার অভিযোগ রয়েছে।
পাশাপাশি তিনি (Rudranil Ghosh) অভিযোগ করেন, সনৎ দে মাত্র নবম শ্রেণি পর্যন্ত পড়েছেন। তারপরেও নৈহাটি পৌরসভার স্বাস্থ্যবিভাগের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। সেটা কীভাবে সম্ভব হলো বলেও তিনি প্রশ্ন তোলেন। পাশাপাশি তিনি জানান, নৈহাটির সাধারণ মানুষ এই কথা তাঁকে বলেছেন। অন্যদিকে, বিজেপি প্রার্থী রূপক মিত্রের সম্পর্কে বলেন, তিনি দলের একজন কার্যকর্তা। বিজেপির অন্যান্য কার্যকর্তাদের মতো তিনিও সব সময় সাধারণ মানুষের পাশে থাকেন। ক্রমাগত সাধারণ মানুষকে তাঁদের অধিকার সম্পর্কে সচেতন হতে সাহায্য করছেন। সাধারণ মানুষকে তিনি বোঝানোর চেষ্টা করেন, কীভাবে সাধারণ মানুষের প্রাপ্য আবাসের টাকা, মিড ডে মিলের টাকা তৃণমূল চুরি করছে।
নৈহাটিতে প্রচারে এসে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) বলেন, “সাধারণ মানুষ বিজেপি বিরোধী দলের জায়গায় বসিয়ে বড় দায়িত্ব দিয়েছে, যাতে তৃণমূলকে গণতান্ত্রিক উপায়ে সরকার থেকে উৎখাত করা হয়। বিজেপি প্রতিনিয়ত সেই চেষ্টাই করছে।”