Delhi: মোদীর বিরুদ্ধে আপত্তিজনক পোস্টার, এফআইআর দিল্লি পুলিশে, আটক ৬

 

 

ন্যাশনাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিজনক পোস্টার দিল্লিতে। যার জেরে ১০০ এফআইআর দায়ের করা হল দিল্লি পুলিশের তরফে থেকে। এর পাশপাশি এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতারও করা হয়এছে বলে খবর।

 

পোস্টারে “মোদী হটাও , দেশ বাঁচাও ” নামের কিছু স্লোগান ছিল বলে জানা গেছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি ভ্যানকেও আটক করেছে পুলিশ। একটি ভ্যান আপ পার্টি অফিস থেকে বেরিয়ে আসার পরই তাকে আটক করা হয়।

প্রিন্টিং প্রেস অ্যাক্ট এবং ডিফামেশন অফ প্রপার্টি অ্যাক্টে দায়ের করা হয়েছে মামলা।