মোদী সরকারের আর্থিক প্যাকেজের প্রশংসায় রাহুল গান্ধী 

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সকালে মা চিঠি পাঠিয়ে কোভিড-১৯ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের পাশে থাকার বার্তা দেন৷ আর দুপুরে ছেলের মুখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষিত আর্থিক প্যাকেজের প্রশংসা শোনা গেল৷ সচরাচর মোদী সরকারের কোনও সিদ্ধান্তের প্রশংসা করতে তাঁকে দেখা যায় না৷ কিন্তু করোনার জন্য সেটাই করতে হল৷

এদিন দেশের গরিব ও অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া অংশের জন্য নির্মলা সীতারমণ বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করেন৷ কেন্দ্রের এই আর্থিক প্যাকেজকে ‘সঠিক দিকে চলার প্রথম পদক্ষেপ’ বলে প্রশংসা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ টুইট করে রাহুল এদিন লেখেন, ‘‘সরকার যে আর্থিক প্যাকেজের ঘোষণা করেছে, সেটা সঠিক দিকে চলার পথে প্রথম পদক্ষেপ৷ কৃষক, দিনমজুর, শ্রমিক, মহিলা এবং প্রবীণদের কাছে ভারত ঋণী৷ লকডাউনের জন্য এঁদেরকেই চরম মূল্য দিতে হচ্ছে৷’’

করোনা ভাইরাসের মোকাবিলায় এদিন ১ লক্ষ ৭০ হাজার টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেন নির্মলা সীতারমণ৷ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পের আওতায় দেশের ৮০ কোটি মানুষ আগামী তিন মাস ৫ কেজি চাল বা আটা এবং ১ কেজি ডাল পাবেন৷ এর জন্য উপভোক্তাদের কোনও অর্থ দিতে হবে না৷ বিনামূল্যে আগামী তিন মাস অতিরিক্ত ৬ কেজি চাল/আটা এবং ডাল পাবেন তাঁরা৷

নির্মলা সীতারমণ এদিন প্রত্যেক স্বাস্থ্য ও আশা কর্মী এবং স্বাস্থ্য আধিকারিকদের আগামী তিনমাসের জন্য ৫০ লক্ষ টাকার মেডিক্যাল ইনস্যুরেন্স ঘোষণা করেন৷ এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠকে তিনি আরও জানান, যে সমস্ত সংস্থার কর্মীসংখ্যা ১০০-র কম এবং সংস্থার ৯০ শতাংশ কর্মীর বেতন ১৫ হাজারের কম, তাদের হয়ে কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে ২৪ শতাংশ টাকাই জমা দেবে কেন্দ্র।

Google news