অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার পথে আটক মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বিএসএফ জওয়ান

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বিএসএফ জওয়ান এবং অভিযোগ কারী ধর্ষিত মহিলা।

সৌভিক সরকার, গাইঘাটাঃ   উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার খড়ের মাঠ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে দুই মহিলাকে আটক করে বিএসএফের ১৫৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা । অভিযোগ বিএসএফের হেফাজতে থাকা কালীন এক মহিলাকে ধর্ষণ করে কর্তব্যরত বিএসএফের এস আই রমেশ্বর কয়াল । ধর্ষিত মহিলার অভিযোগের ভিত্তিতে বিএসএফের এস আই রমেশ্বর কয়ালকে গ্রেপ্তার করে গাইঘাটা থানার পুলিশ ।

ধর্ষিত মহিলার ক্যামেরার সামনে জানিয়েছেন ৩০ হাজার টাকার বিনিময় দুই বান্ধবী মিলে এক দালালের সঙ্গে ভারত থেকে বাংলাদেশের যাওয়ার জন্য খড়ের মাঠ এলাকায় এসেছিলেন । বিএসএফ তাদের আটক করে পরবর্তীতে বিএসএফের হেফাজতে থাকা কালীন তাকে ধর্ষণ করে । এই দুই মহিলা গুজরাটে শাড়ির ব্যবসা করত বলে জানিয়েছেন । অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার কারণে দুই মহিলাকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ । ধৃতদের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ ।

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বিএসএফ জওয়ান রমেশ্বর কয়াল  ও অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার জন্য উদ্যত হওয়া দুই মহিলাকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে গাইঘাটা থানার পুলিশ । তবে এই বিষয়ে বিএসএফ এর তরফ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি । অন্যদিকে ধৃত বিএসএফ জওয়ানকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে দুদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয় বিচারক  ।

Google news