New Town: কাউকে বললেই অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেব! ধর্ষণের অভিযোগে উত্তপ্ত নিউ টাউন এলাকা

আরজি করের ঘটনায় উত্তপ্ত শহর (New Town)। উৎসবের আবহেই আন্দোলনের স্লোগানে কেঁপে উঠছে কলকাতার বাতাস। এই পরিস্থিতিতে শহরের উপকণ্ঠে (New Town) এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল। শুক্রবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে নিউ টাউনের (New Town) যাত্রাগাছি এলাকা। ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে(New Town) । অভিযোগ শুনেই যায় নিউটাউন থানার পুলিশ(New Town) । তাঁকে ঘিরেই সাধারণ মানুষ বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযোগ ওই কিশোরীকে প্রতিবেশী এক ব্যক্তি যৌন হেনস্তা করেছিলেন।

 

নিউ টাউন থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িতে কেউ না থাকার সময় ওই প্রতিবেশীকে কিশোরীকে যৌন হেনস্তা করে। তারপর কিশোরীকে হুমকি দেয় অভিযুক্ত।অভিযুক্তকে শুক্রবার রাতেই আটক করেছে নিউটাউন থানার পুলিশ।  অভিযুক্তের বাড়ি ভাঙচুর করেছে প্রতিবেশীরা বলে অভিযোগ উঠেছে।  এই প্রসঙ্গে কিশোরীর মা বলেন, ঘটনাটি কয়েকদিন আগের। তবে তিনি শুক্রবারই জানতে পারেন। অভিযোগ শুধু ধর্ষণ করা হয়নি, কাউকে বললে অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেওয়া হবে বলেও কিশোরীকে অভিযুক্ত হুমকি দিয়েছিল। তাই প্রথমে বাড়িতে কোনও কথা বলতে পারেনি। কিন্তু শুক্রবার ভয় কাটিয়ে ওই কিশোরী তাঁর মাকে সব কথা বলেন। কিশোরীর মেডিক্যাল পরীক্ষাও করানো হয় বলে জানা গিয়েছে।

 

কিশোরীর মা বলেন, তাঁরা কাজে বেরিয়ে যান ভোরবেলা। সেই সময় কিশোরী একাই থাকেন। সেই সুযোগ অভিযুক্ত বাড়িতে আসেন। মুখ চেপে ধর্ষণ করে। কাউকে বলে দিলে অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেবে বলেও হুমকি দেয়। কিশোরীর মা বলেন, পরীক্ষা করা হয়। তারপরেই তিনি পরিষ্কার বুঝতে পারেন, মেয়ের সঙ্গে কী হয়েছে।

Exit mobile version