রাত ৮টা ৪০ মিনিটে ছাড়া পদাতিক এক্সপ্রেসের পর NJP অর্থাৎ নিউ জলপাইগুড়ি থেকে কলকাতা যাওয়ার আর কোনও ট্রেন নেই। উত্তরবঙ্গের মানুষের জন্য এবার বড় স্বস্তির খবর। খুব শীঘ্রও মিলবে আরও একটি নতুন ট্রেন। সম্প্রতি উত্তর-পূর্ব সীমান্ত রেল( North Bengal New Train) একটি প্রস্তাব দিয়েছে। আর তা ঘিরে নয়া ট্রেন পাওয়ার জোর জল্পনা তৈরি হয়েছে। সম্প্রতি নিউ জলপাইগুড়ি জংশন থেকে রাতে যাতে ট্রেন চালানো যায় সেই আবেদন জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক।
প্রস্তাব গৃহীত হলে এই দাবি কিছুটা হলেও মিটবে বলেই দাবি করা হচ্ছে। উত্তরবঙ্গের এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নসিপুর সেতুর উপর দিয়ে একটি নতুন ট্রেন (North Bengal New Train) চালানোর পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে ট্রেনটির নামও ঠিক হয়ে গিয়েছে। আর তা হবে ধুবড়ি-শিয়ালদা মদনমোহন এক্সপ্রেস (Madan Mohan Express)।
রেল বোর্ডের কাছে এই ট্রেনের প্রস্তাব পাঠানো হয়েছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত অনুমোদন পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। আর পাওয়া গেলে বহরমপুর, কৃষ্ণনগর যাওয়া বা সেখান থেকে দ্রুত ফিরে আসার ক্ষেত্রে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলেও ওই সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।
এনজেপি থেকে মিলবে সাড়ে ১০ টায়
যা খবর, নয়া ধুবড়ি-শিয়ালদা মদনমোহন এক্সপ্রেসের প্রাথমিক টাইমটেবিলও চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই মতো বিকেল সাড়ে পাঁচটায় ট্রেনটি ধুবড়ি থেকে ছাড়বে। প্রত্যেকদিনই চালানো হবে। যা তুফানগঞ্জ, নিউ কোচবিহার, মাথাভাঙ্গা, নিউ চ্যাংরাবান্ধা, জলপাইগুড়ি রোড হয়ে ট্রেনটি রাত ১০টা ২০ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে। সেখানে ১০ মিনিট হল্ট দেবে!
এরপর রাত সাড়ে ১০টায় ট্রেনটি এনজেপি থেকে শিয়ালদার উদ্দেশে যাত্রা করবে নয়া এই মদনমোহন এক্সপ্রেস। দীর্ঘদিন কেটে গিয়েছে! এনজেপি থেকে রাত ৮ টা ১০ এ ছাড়ে পদাতিক এক্সপ্রেস। এরপর পাওয়া যায় না আর কোনও ট্রেন। ফলে চূড়ান্ত সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। ফলে মদনমোহন এক্সপ্রেস রাতে এনজেপি থেকে চালানো হলে সমস্যা কিছুটা হলেও মিটবে বলেই মনে করা হচ্ছে।
নশিপুর সেতু হয়ে চলবে
ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নশিপুর সেতুর উপর দিয়ে নয়া এই ট্রেনটিকে (North Bengal New Train) চালানোর ভাবনা রেলের। আর তা হলে বহরমপুর, কৃষ্ণনগরের মতো জায়গাগুলিকে ছুঁয়ে ছুটবে মদনমোহন এক্সপ্রেস। এমনকি আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, বহরমপুর, পলাশি, বেথুয়াডহরি, কৃষ্ণনগর, রানাঘাট, নৈহাটির উপর দিয়েও যাবে ট্রেনটি। আর তা ফারাক্কা জংশনের পর জঙ্গিপুর রোড হয়ে চলবে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
সকাল সাড়ে ৯টায় নয়া এই ট্রেনটি (North Bengal New Train) শিয়ালদহে পৌঁছবে। এরপর সেদিনই রাত ৮টা ৫০ মিনিটে শিয়ালদহ থেকে ধুবড়ির উদ্দেশ্যে ট্রেনটি শিয়ালদহ থেকে ছেড়ে যাবে। যেটি কিনা পৌঁছবে দুপুর ১২টা ৫০ মিনিটে। তবে এই ট্রেন চালানোর আগে প্রয়োজন রেল বোর্ডের অনুমোদন। আর তা পাওয়ার পরেই যাবতীয় ব্যবস্থা চূড়ান্ত করা হবে বলে জানা যাচ্ছে।