রথে নয় ! সল্টলেকে এসি গাড়িতে চেপে মাসির বাড়ি জগন্নাথদেব !

সৌভিক সরকার, ব্যারাকপুরঃ প্রতি বছর সল্টলেকে জাঁকজমক করে রথ বের করে সল্টলেক ভাগবত সমাজ। সেখানে প্রচুর মানুষের সমাগম হত এই রথের রশি টানতে। কিন্তু এইবছর বাধ সাধল অতিমারি করোনা। সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রাখতে এবার রথের বদলে এসি গাড়িতে চেপে মাসি বাড়ি গেলেন জগন্নাথ,বলরাম ও ভগ্নি সুভদ্রা।

৯ দিন পর আবার এসি গাড়িতে করে মাসির বাড়ি থেকে বাড়ি ফিরবে তারা। করোনার আবহে এক অভিনব প্রয়াস উদ্যোক্তা সল্টলেক ভাগবত সমাজের। সল্টলেকের বি এফ ব্লকের বাড়ি থেকে এসি গাড়িতে করে নিয়ে মাসির বাড়ি গেল জগন্নাথ শুভদ্রা এবং বলরাম। জন সমাগম এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়।

Exit mobile version