Durga Puja 2022:রথের দিনেই খুঁটিপুজোর মধ্যে দিয়ে পুজো প্রস্তুতি শুরু বরানগর নেতাজি কলোনি লোল্যান্ডের

 

পল্লব হাজরা, বরানগর: হাতে আর মাত্র তিন মাস। পুজো প্রস্তুতিতে নেমে পড়েছে রাজ্যের অন্যতম পুজো কমিটি গুলি। বাঙালির দুর্গোৎসব  UNESCO- তে জায়গা করে নেওয়ার পরেই পূজো দশ দিন এগিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আজ পবিত্র রথযাত্রার বিশেষ দিনে বনেদি বাড়ি গুলিতে কাঠামো পুজোর রীতি রয়েছে। তেমন ভাবেই রথযাত্রার শুভক্ষণে বারোয়ারি দুর্গোৎসব কমিটি গুলিরও খুঁটিপুজোর মধ্যে দিয়ে ঢাকে কাঠি পড়ে।

শুক্রবার খুঁটিপুজোর বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুজোর তোড়জোড় শুরু করে দিল বরানগর নেতাজি কলোনি লোল্যান্ড। উত্তর শহরতলির অন্যতম পুজো গুলির মধ্যে বরাবরই প্ৰথম সারিতে স্থান পায় লোল্যান্ড।রেড রোডে রাজ্যের মুখ্যমন্ত্রীর আয়োজনে ২০১৮ কার্নিভালে বিশেষ জায়গা নিয়েছিল এই পুজো।

এদিনের খুঁটিপুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি টলিপাড়ার একঝাঁক নক্ষত্র। খুঁটি পূজ শেষে এদিনের মঞ্চ থেকে স্থানীয় চিকিৎসক সহ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বরাহনগর বিধানসভার বিধায়ক তাপস রায়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্র পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অক্সিজেন ছাড়া এভারেস্ট জয়ী পর্বতারোহী পায়েল বসাক, বরাহনগর পৌরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিক, অভিনেত্রী মানলি দে, সোনামনি সাহা এছাড়াও অন্যান্য ব্যক্তিবর্গ।

কার্যকারী সভাপতি নিতাই সাহা জানান, ৩৩ বর্ষে পদার্পণ করলো এবছর পুজো। পুজোর থিমে থাকবে বিশেষ চমক যদিও এখনই তা প্রকাশ্যে আনা যাবে না। গত বছর গুলিতে মণ্ডপে প্রতিমা দর্শনে বেশ কিছু করোনা নিয়ম বিধি মানতে হয়েছে তবে এই বছর দর্শকদের ঢল যে নামবে তা একপ্রকার নিশ্চিত। তবে পুজো কমিটির পক্ষ থেকে মাস্ক স্যানিটাইসারের ব্যবস্থা থাকবে। চতুর্থীর দিন থেকেই দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হবে।

Exit mobile version