বাংলার ঢাকের সুর মুগ্ধ করেছে সারা বিশ্বকে (Padma Awards 2025)। সেই ঢাকের সুরে নতুন মাত্রা যোগ করা উত্তর ২৪ পরগনার বিখ্যাত ঢাকি গোকুলচন্দ্র দাস এবার পেয়েছেন পদ্মশ্রী ( Padma Awards 2025) সম্মান। শনিবার কেন্দ্রীয় সরকার ২০২৪ সালের পদ্ম পুরস্কার ( Padma Awards 2025) প্রাপকদের তালিকা প্রকাশ করে, এবং সেই তালিকায় জায়গা করে নিয়েছেন গোকুলচন্দ্র দাস ( Padma Awards 2025)। এই ঐতিহাসিক সম্মান ( Padma Awards 2025) পেয়ে আপ্লুত তিনি।
পদ্মশ্রী প্রাপ্তির অনুভূতি জানিয়ে গোকুলচন্দ্র দাস বলেন, “ঢাক নিয়ে এতবড় সম্মান পেয়ে আমি অভিভূত। এটি শুধুই আমার ব্যক্তিগত গর্ব নয়, বাংলার ঢাককে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে তুলে ধরার একটি মাইলফলক। সরকারকে ধন্যবাদ ঢাককে এমন গুরুত্ব দেওয়ার জন্য।”
৫৭ বছরের গোকুলচন্দ্র দাস ছোটবেলা থেকেই ঢাকের সুরের সঙ্গে জড়িয়ে আছেন। তাঁর বাবা মোতিলাল দাস, যিনি দুই বাংলার বিখ্যাত ঢাকি হিসেবে পরিচিত ছিলেন, তাকে মানুষ ‘মোতি ঢাকি’ নামে ডাকত। মাত্র ৪-৫ বছর বয়সে বাবার সঙ্গে ঢাক বাজাতে শুরু করেছিলেন গোকুলচন্দ্র। সেই যাত্রা আজ তাঁকে পদ্মশ্রীর মঞ্চে পৌঁছে দিয়েছে।
গোকুলচন্দ্র দাস ভারতের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও ঢাক বাজিয়েছেন। পণ্ডিত রবিশঙ্কর এবং উস্তাদ জাকির হুসেনের সঙ্গে একই মঞ্চে ঢাক বাজানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবলা বাদক তন্ময় বসুর গানের দল ‘তালতন্ত্র’-এর গুরুত্বপূর্ণ অংশও তিনি।
বাংলার মহিলাদের ঢাক বাজানোর পেশায় আনতে অগ্রণী ভূমিকা নিয়েছেন গোকুলচন্দ্র দাস। প্রায় ১৫ বছর আগে মাত্র ৫-৬ জন মহিলাকে নিয়ে এই যাত্রা শুরু করেন। আজ তাঁর হাত ধরে দেড়শোর বেশি মহিলা ঢাক বাজানো শিখে স্বনির্ভর হয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই নারীরা ঢাক বাজিয়ে নিজেদের জীবনে পরিবর্তন আনছেন।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গোকুলচন্দ্র দাস বলেন, “আমি একটি ঢাকি অ্যাকাডেমি গড়তে চাই, যেখানে বাংলার দুঃস্থ ছেলেমেয়েরা বিনামূল্যে ঢাক বাজানো শিখতে পারবে। এটাই আমার পরবর্তী লক্ষ্য।”
গোকুলচন্দ্র দাসের পদ্মশ্রী প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, “মহিলাদের ক্ষমতায়নে গোকুলচন্দ্র দাসের অবদান অনন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ এমন একটি স্বীকৃতি দেওয়ার জন্য।” গোকুলচন্দ্র দাসের এই সম্মান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও এক ধাপ এগিয়ে দিল। তাঁর অবদানের জন্য সারা দেশবাসীর গর্বিত হওয়ার দিন এটি।