22 C
New York
Thursday, December 5, 2024
Homeখেলার খবরPakistan Cricket Team: বিশ্বকাপের পরই পাকিস্তান দলের ‘ভেতরের খবর’ প্রকাশ করবেন! বোমা...

Pakistan Cricket Team: বিশ্বকাপের পরই পাকিস্তান দলের ‘ভেতরের খবর’ প্রকাশ করবেন! বোমা ফাটালেন আফ্রিদি

Published on

চলতি টি২০ বিশ্বকাপে দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে পাকিস্তান (Pakistan Cricket Team)। প্রথম ম্যাচে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের কাছে হেরে গিয়েছে বাবর, রিজওয়ানরা। আর দ্বিতীয় ম্যাচে চির প্রতিদ্বন্দ্বি ভারতের বিরুদ্ধে ১১৯ রান তাড়া করে জিততে পারেনি।

স্বাভাবিকভাবেই এই পারফরম্যান্সের পর সমালোচনার ঝড় বইছে পাকিস্তানে। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি তো একরকম হুমকিই দিয়েছেন। জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের স্থানীয় এক টিভি চ্যানেলে আফ্রিদি বলেছেন, শিগগিরই তিনি টি২০ বিশ্বকাপ খেলতে যাওয়া পাকিস্তানের বর্তমান দলটির ভেতরের খবর ফাঁস করবেন।

স্থানীয় টিভি চ্যানেলে আফ্রিদির কাছে পাকিস্তান (Pakistan Cricket Team) জাতীয় দলে খেলোয়াড়দের মধ্যে ঐক্যের অভাব নিয়ে জানতে চাওয়া হয়েছিল। পাশেই অতিথি চেয়ারে বসে থাকা ২২ বছর বয়সী তরুণ পেসার মহম্মদ ওয়াসিমকে দেখিয়ে আফ্রিদি বলেন, ‘সে অনেক কিছুই জানে। আমিও জানি। কিন্তু আমরা খোলামেলাভাবে সব বলতে পারি না।’ ওয়াসিম পাকিস্তানের হয়ে ২টি টেস্ট, ২৯টি টি২০ এবং ২০টি ওয়ানডে খেলেছেন। গত জানুয়ারিতে শেষ বারের মতো খেলেছেন পাকিস্তানের হয়ে।

আফ্রিদি বলেন, দলে খেলোয়াড়দের মধ্যে ঐক্য, একে অপরের সঙ্গে কীভাবে থাকবে, তা নিশ্চিত করার দায়িত্ব অধিনায়কের। অধিনায়ক হয় দলে ইতিবাচক মানসকিতা তৈরি করবেন নতুবা সেটি নষ্ট করবেন বলেই মন্তব্য করেছেন আফ্রিদি। কোচ ও ম্যানেজমেন্টের আগের দলকে একসূত্রে গাঁথার দায়িত্ব অধিনায়কের বলেই মনে করেন তিনি, ‘দলকে মাঠে লড়াই করানোর দায়িত্ব অধিনায়কের।’

আফ্রিদির মেয়ের জামাই পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি। শাহিনের সঙ্গে তাঁর সম্পর্কটা অন্য রকম বলেও মন্তব্য করেন প্রাক্তন এই অলরাউন্ডার, ‘আমি কিছু বললে লোকে বলবে আমি জামাইয়ের পক্ষে কথা বলছি। কিন্তু সেটা নয়। যদি আমার মেয়ে, ছেলে কিংবা জামাই ভুল করে, আমিও সেটাকে ভুলই বলব।’

পাকিস্তানের হয়ে ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে ও ৯৯ টি–টোয়েন্টি খেলা আফ্রিদি মনে করেন, গত কয়েক বছরে পিসিবির নির্বাচক কমিটি ‘কিছু বড় ভুল করেছে’। এসব নিয়েই কথা বলতে চান আফ্রিদি। আর কবে পাকিস্তান দলের ভেতরের খবর ফাঁস করবেন, সেই সময়ও জানিয়েছেন তিনি, ‘বিশ্বকাপের পরই আমি খোলামেলাভাবে সব বলব, আমাদের লোকজনই এই দলটাকে নষ্ট করেছে।’

টি২০ বিশ্বকাপে এখন সুপার এইটে ওঠা নিয়েই সমস্যায় পাকিস্তান। ‘এ’ গ্রুপে পাঁচ দলের পয়েন্ট তালিকায় পাকিস্তানের অবস্থান চতুর্থ। এখনও কোনও পয়েন্ট পায়নি বাবর আজমের দল। তাদের চেয়ে রান রেটে পিছিয়ে গ্রুপের তলানিতে দুই ম্যাচে কোনও পয়েন্ট না পাওয়া আয়ারল্যান্ড। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ভারত সবার ওপরে। সমান ম্যাচে ৪ পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় যুক্তরাষ্ট্র দুইয়ে। ২ ম্যাচে ১টি জয় নিয়ে তৃতীয় কানাডা।

Latest articles

Rashid Khan: আফগান মেয়েদের হয়ে আওয়াজ তুললেন রশিদ খান, তালিবান সরকারের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

আফগানিস্তানের স্পিনার রশিদ খান (Rashid Khan) এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্পিনার। ক্রিকেট খেলা...

Delhi Metro: দিল্লি মেট্রোর কেবল চুরি, DMRC ভবিষ্যতের জন্য নিরাপদ নয়, মত যাত্রীদের

দিল্লি মেট্রোর (Delhi Metro) ব্লু লাইনের যাত্রীরা আজ অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। আজ সকালে...

French Government Collapse: ফ্রান্সে সরকার পতন, ৬০ বছরে প্রথম এমন ঘটনা, গোটা বিশ্বের নজর ম্যাক্রোঁর দিকে

ফ্রান্সের ৬০ বছরের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল। মিশেল বার্নিয়ার সরকার অনাস্থা ভোটে...

Maharashtra Oath Ceremony: পিএম মোদী, অমিত শাহ, ১০০০ লাডকি বেহেন…, দেবেন্দ্র ফড়ণবিসের শপথ অনুষ্ঠানের অতিথি তালিকা প্রকাশ, কারা থাকবেন জেনে নিন

মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণ প্রবীণ বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবিসকে নতুন সরকার গঠনের জন্য...

More like this

Rashid Khan: আফগান মেয়েদের হয়ে আওয়াজ তুললেন রশিদ খান, তালিবান সরকারের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

আফগানিস্তানের স্পিনার রশিদ খান (Rashid Khan) এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্পিনার। ক্রিকেট খেলা...

Delhi Metro: দিল্লি মেট্রোর কেবল চুরি, DMRC ভবিষ্যতের জন্য নিরাপদ নয়, মত যাত্রীদের

দিল্লি মেট্রোর (Delhi Metro) ব্লু লাইনের যাত্রীরা আজ অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। আজ সকালে...

French Government Collapse: ফ্রান্সে সরকার পতন, ৬০ বছরে প্রথম এমন ঘটনা, গোটা বিশ্বের নজর ম্যাক্রোঁর দিকে

ফ্রান্সের ৬০ বছরের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল। মিশেল বার্নিয়ার সরকার অনাস্থা ভোটে...