নভেম্বরের শেষপর্যন্ত বিনামূল্যে চাল-গম পাবেন গরিবরা, ঘোষণা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লিঃ দীর্ঘদিনের লকডাউনের পরবর্তী পরিস্থিতির কথা মাথায় রেখে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী ।দেশে উৎসবের মরশুম আসছে, বাড়বে আমজনতার খরচ। লকডাউনের কারণে যাতে দেশের কোনও মানুষকেই অভুক্ত থাকতে না হয় সেই জন্য ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’-র মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রকল্পের আওতায় দেশের ৮০ কোটির বেশি মানুষ মাসে বিনামূল্যে পাঁচ কেজি গম বা চাল এবং এক কেজি ডাল পাবেন। আজ মঙ্গলবার বিকেলে দেশের জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেন “প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা”- র পক্ষ থেকে এই সুবিধা আগামী নভেম্বরের শেষ পর্যন্ত পাওয়া যাবে।

লকডাউনের শুরুতেই বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই সময়ে এই প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনায় বিনামূল্যে রেশন পাওয়ার মেয়াদ নভেম্বর পর্যন্ত ছিল না। এবার সেই মেয়াদই নভেম্বর পর্যন্ত ঘোষিত হল।

প্রধানমন্ত্রী এদিনের ভাষণে জানিয়েছেন, বর্ষাকাল সামনেই আসতে চলেছে, আবার অন্যদিকে বিভিন্ন উৎসবের মরসুম শুরু হতে চলেছে। তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, সামনেই গুরু পূর্নিমা, ১৫ আগস্ট, রাখি, বিহু, ছট ইত্যাদি উৎসব আসছে। তাই তিনি স্পষ্ট করে বুঝিয়ে দেন এই দিনে ভারতবাসী যাতে না খেয়ে না থাকেন তার জন্যই এই বড় সিদ্ধান্তের ঘোষণা। অতএব নয়া সিদ্ধান্ত অনুসারে আগামী নভেম্বর পর্যন্ত বিনামূল্যে চাল-ডাল দেওয়া হবে সাধারণ মানুষকে।

Exit mobile version