‘ভালো’ হতে মদে নিষেধাজ্ঞা, জানালেন মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: পরিচিত গানের লাইন সামান্য বদলে বলা যায়, এ যেন ‘মদ না খেলে তবেই না ভালো ছেলে!’
রাজ্যকে ‘ভালো’ করতে এ পথেই হাঁটতে চান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। শনিবার শিবরাজ জানিয়েছেন, মদে নিষেধাজ্ঞা জারি করতে চায় তাঁর সরকার। মদ্যপান থামাতে শীঘ্রই প্রচার অভিযান শুরু হবে। লক্ষ্য — মধ্যপ্রদেশকে ‘ভালো রাজ্য’ বানানো।

কাটনিতে এক সভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘আমরা মধ্যপ্রদেশকে মদমুক্ত রাজ্য করতে চাই। কিন্তু কেবল মদে নিষেধাজ্ঞা জারি করে তা হবে না। মানুষ যদি মদ খেতে চায়, তা হলে তার জোগান ঠিকই দেওয়া হবে। সে জন্য আমরা মদ্যপান রুখতে প্রচার অভিযান শুরু করব যাতে মধ্যপ্রদেশ একটা ভালো রাজ্য হয়। এ জন্য সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে।’ পাশাপাশি, কাটনি জেলার প্রতিটি গ্রামের প্রতি বাড়িতে আগামী তিন বছরের মধ্যে পরিস্রুত পানীয় জল পৌঁছনোর ব্যবস্থা করার আশ্বাসও দিয়েছেন।

এ ছাড়া পাকা বাড়ি বানানোর জন্য দরিদ্র পরিবারকে অর্থ দেওয়ার ঘোষণা করেন শিবরাজ। মেয়েদের সঙ্গে অশালীন আচরণ রুখতে তাঁর সরকার যে কতটা বদ্ধপরিকর, সে কথাও জানান বিজেপির এই নেতা।

Exit mobile version