ঘুঁটে দিয়ে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ বরানগরে

 

 

পল্লব হাজরা,বরানগর: গতকাল মধ্যরাত থেকে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে ৫০ টাকা। যার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে উঠেছে প্রতিবাদী ঝড়। বরানগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রামকৃষ্ণ পালের উদ্যোগে অভিনব প্রতিবাদ সংগঠিত হলো বরানগর বারুইপাড়া লেনে। মিছিল করে এসে প্রতিবাদী ঘুঁটে দিয়ে উনোন জ্বালিয়ে চা বানিয়ে খাওয়ানো হলো পথচারীদের। গ্যাসের মূল্য বৃদ্ধির এই প্রতিবাদে ওয়ার্ডের মহিলা পুরুষ নির্বিশেষে সমস্ত মানুষকে সামিল হতে দেখা গেল আজ।

 

আজকের এই প্রতিবাদ মিছিল প্রসঙ্গে ৯ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি রামকৃষ্ণ পাল বলেন, ” বর্তমান কেন্দ্রীয় সরকারের সময়কালে সপ্তম বারের জন্য বৃদ্ধি হল গ্যাসের দাম। নাভিশ্বাস সাধারণ মানুষের। এই কেন্দ্রীয় সরকারের নীতির ফলে মানুষকে ফিরে যেতে হবে আদিম যুগে, দিতে হবে ঘুটে, জ্বালাতে হবে কাঠের উনোন। সে কারণেই এই প্রতিবাদ যাতে কর্ণগোচর হয় কেন্দ্রীয় সরকারের।”

 

 

.চলুন এক নজরে দেখে নেওয়া যাক মধ্যবিত্তের পকেটে কতটা ছ্যাঁকা দিয়ে বাড়ল রান্নার গ্যাসের দাম

১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের (Domestic LPG Cylinder) দাম বাড়ল ৫০ টাকা। পাশাপাশি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার পিছুও ২৪ টাকা করে মূল্য বৃদ্ধি ধার্য করা হয়েছে। এবার থেকে কলকাতায় ১৪.২ কেজি এলপিজি রান্নার গ্যাস কিনতে দিতে হবে ১১২৯ টাকা। বুধবার ১ মার্চ থেকেই এই নতুন দাম কার্যকর হবে বলে জানা গিয়েছে।

Exit mobile version