22 C
New York
Saturday, February 15, 2025
Homeরাজ্যের খবরRajiv Kumar: পুলিশ চার গুন বেশি গুলি চালাবে! এবার পাল্টা আক্রমণের হুঁশিয়ারি...

Rajiv Kumar: পুলিশ চার গুন বেশি গুলি চালাবে! এবার পাল্টা আক্রমণের হুঁশিয়ারি রাজীব কুমারের

Published on

- Ad1-
- Ad2 -

রাজ্যের বিভিন্ন জেলায় পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে (Rajiv Kumar)। কোথাও পুলিশকে ঘিরে হেনস্থার অভিযোগ, তো কোথাও সরাসরি মারধর বা হামলা (Rajiv Kumar)। তারই মধ্যে উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় এক খুনের আসামি সাজ্জাক পুলিশের ওপর গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে (Rajiv Kumar)।  শিলিগুড়িতে আহত দুই পুলিশকর্মীকে দেখতে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (Rajiv Kumar)। তিনি (Rajiv Kumar) বলেন, দুষ্কৃতীরা যদি একটা গুলি চালায়, পুলিশকর্মীরা চারটে গুলি চালাবে।

বুধবার বিকেলে ইসামপুর আদালত থেকে রায়গঞ্জ জেলে ফেরার পথে পাঞ্জিপাড়ার জাতীয় সড়কে সাজ্জাক নামে এক খুনের আসামি প্রিজন ভ্যানে থাকা পুলিশকর্মীদের গুলি করে পালিয়ে যায়। জানা গেছে, সাজ্জাকের হাতে জেল লকআপে কেউ আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিল। সেই অস্ত্র চাদরের নিচে লুকিয়ে রেখেছিল সে। গুলিবিদ্ধ দুই পুলিশকর্মী নিশিকান্ত সরকার ও দেবেন বৈশ্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক সাজ্জাকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এই ঘটনার পর পুলিশের মনোবল চাঙ্গা করতে শিলিগুড়িতে আহত পুলিশকর্মীদের দেখতে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি বলেন, “আমি স্পষ্ট বলছি, দুষ্কৃতীরা যদি পুলিশের ওপর ১টি গুলি চালায়, তবে পুলিশ ৪টি গুলি চালাবে। আমরা গুলি চালানোর প্রশিক্ষণপ্রাপ্ত। দুষ্কৃতীদের কড়া হাতে মোকাবিলা করার ক্ষমতা আমাদের রয়েছে।”

ডিজির এই বক্তব্যে বিতর্ক দানা বেঁধেছে। বিরোধী দলগুলোর অভিযোগ, রাজ্যে পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা শাসকদলের সুরক্ষা প্রদান নীতির ফল। বিরোধীরা স্মরণ করিয়ে দিয়েছে, ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার থানায় হস্তক্ষেপ করেছেন। এমনকি, পুলিশকে হুমকি দিতে শোনা গিয়েছে তাঁর ঘনিষ্ঠ অনুব্রত মণ্ডলের মতো নেতাদের। কিন্তু এর পরেও কোনও ক্ষেত্রে শাস্তি হয়নি বলে অভিযোগ বিরোধীদের। তাঁদের মতে, শাসকদলের প্রশ্রয়ে দুষ্কৃতীদের মনোবল বেড়েছে।

এই ঘটনার পর সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী শিবিরের একাংশ প্রশ্ন তুলেছে—পুলিশ যদি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তবে সাধারণ মানুষের সুরক্ষা কীভাবে হবে? ডিজির কড়া বার্তার পরিপ্রেক্ষিতে এই প্রশ্নগুলির যথাযথ সমাধান কতটা সম্ভব, সেটাই এখন দেখার।

জেল লকআপের মধ্যেই সাজ্জাকের হাতে কীভাবে আগ্নেয়াস্ত্র পৌঁছল, তা নিয়ে তদন্ত চলছে। পুলিশের গাফিলতি রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে সাজ্জাককে দ্রুত গ্রেপ্তার করার জন্য জেলায় জেলায় বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে প্রশাসন। এই পরিস্থিতিতে রাজ্যে পুলিশ প্রশাসনের কার্যক্ষমতা নিয়ে বিতর্ক আরও তীব্র হচ্ছে। ডিজির কঠোর বার্তা বাস্তবে কতটা কার্যকর হয়, তা সময়ই বলবে।

Latest articles

Champions Trophy: গড় ১০৫, বিস্ফোরক সেঞ্চুরি, দুবাইয়ের ময়দানে হিটম্যানের রেকর্ড তুলনাহীন

শুরু হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) কাউন্টডাউন। টুর্নামেন্ট শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। ২০...

CT 2025: আইপিএলে এই ৬ খেলোয়াড়ের বেতন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানির চেয়েও বেশি

চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) পুরস্কারের অর্থমূল্য ঘোষণা করা হয়েছে। বিজয়ী দল পাবে ২.২৪ মিলিয়ন...

Modi-Trump: ‘ট্রাম্পের সঙ্গে কীভাবে ডিল করতে হয়, পিএম মোদীর থেকে শিখুন’, কেন একথা বললেন অভিজ্ঞ মার্কিন সাংবাদিক?

দুদিনের মার্কিন সফর শেষে ভারতে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে তিনি বেশ কয়েকটি...

Trump Administration: ট্রাম্পের বড় পদক্ষেপে ১০ হাজার মানুষ বেকার, জেনে নিন ইলন মাস্কের ভূমিকা!

ডোনাল্ড ট্রাম্পের (Trump Administration) ক্ষমতায় ফিরে আসা সরকারি কর্মীদের উপর ব্যাপক চাপ সৃষ্টি করছে।...

More like this

Champions Trophy: গড় ১০৫, বিস্ফোরক সেঞ্চুরি, দুবাইয়ের ময়দানে হিটম্যানের রেকর্ড তুলনাহীন

শুরু হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) কাউন্টডাউন। টুর্নামেন্ট শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। ২০...

CT 2025: আইপিএলে এই ৬ খেলোয়াড়ের বেতন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানির চেয়েও বেশি

চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) পুরস্কারের অর্থমূল্য ঘোষণা করা হয়েছে। বিজয়ী দল পাবে ২.২৪ মিলিয়ন...

Modi-Trump: ‘ট্রাম্পের সঙ্গে কীভাবে ডিল করতে হয়, পিএম মোদীর থেকে শিখুন’, কেন একথা বললেন অভিজ্ঞ মার্কিন সাংবাদিক?

দুদিনের মার্কিন সফর শেষে ভারতে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে তিনি বেশ কয়েকটি...