Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রধান সাক্ষীর মৃত্যু! তদন্ত ঘিরে বাড়ছে ধোঁয়াশা

পুর নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) অন্যতম প্রধান সাক্ষীর মৃত্যু হয়েছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam)  অন্যতম প্রধান অভিযুক্ত অয়ন শীলের ঘনিষ্ঠ প্রমোটার শমীক চৌধুরীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam)  একাধিকবার তাঁর নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে। সিবিআইয়ের চার্জশিটে (Recruitment Scam)  তাঁর নাম ছিল বলে খবর।

 

প্রাথমিকভাবে জানা গিয়েছে, সল্টলেকের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শমীক চৌধুরীর মৃত্যু হয়েছে।  ইডি ও সিবিআই-এর কাছে শমীক ছিলেন অন্যতম প্রধান সাক্ষী। সিবিআইয়ের চার্জশিটে শমীক চৌধুরীর নাম ছিল।  চার্জশিটের ২১ নম্বর পাতায় শমীক চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ ছিল। সিবিআই তদন্তে জানতে পারে, পুর নিয়োগ দুর্নীতি মামলায় দুই এজেন্টের মাধ্যমে একাধিক ব্যক্তিকে অবৈধভাবে নিয়োগ করেছিল। অয়নের বন্ধুর পাশাপাশি তাঁর অন্যতম এজেন্ট ছিলেন শমীক চৌধুরী। শুধু তাই নয়, শমীক অয়নের ব্যবসার অংশীদার ছিল বলে জানা গিয়েছে। সিবিআই তদন্তে জানতে পেরেছে, ১০ থেকে ১২ জনকে পুরসভায় অবৈধভাবে নিয়োগে শমীক চৌধুরীর হাত ছিল। অনেক ক্ষেত্রে শমীক মিডল ম্যান হিসেবে কাজ করতেন।

গত বছরের ২০ মার্চ ইডির হাতে গ্রেফতার হন অয়ন শীল।  নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন প্রমোটার অয়ন শীল। অয়নকে গ্রেফতারের পরেই কার্যত গায়েব হয়ে যান এই প্রমোটার শমীক চৌধুরী। সিবিআই ও ইডি তদন্ত সূত্রে জানতে পেরেছে,   ‘এবিএস ইনফ্রাজোন’ নামে অয়নের একটি সংস্থা ছিল। সেই সংস্থার ডিরেক্টর ছিলেন এই শমীক চৌধুরী।  ইডির তরফে জানানো হয়েছে, চাকরির নামে টাকা তোলার অভিযোগ রয়েছে অয়নের বিরুদ্ধে। এই কাজে অয়নের সঙ্গী ছিলেন শমীক।

Exit mobile version